‘ইডি আসছে!’, দেড় বছরের মাথায় ফের BMW কিনলেন অঙ্কুশ-ঐন্দ্রিলা, এবার কত দাম পড়ল?
বছর দেড়েক আগেই বিএমডব্লিউ গাড়ি কিনেছিলেন অঙ্কুশ হাজরা। সেইসময় হেয়ালি করা একটি পোস্টও করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। লিখেছিলেন, ‘অনেক অপেক্ষার পর ও আমাদের পরিবারের অংশ হতে চলেছে’! ব্যস অনেকেই ভেবে নেনে বিয়ে করছেন তিনি আর ঐন্দ্রিলা। কিন্তু পরে দেখা যায় বান্ধবীর হাত ধরে তিনি আসলে পৌঁছে গিয়েছেন বিএমডব্লিউ-র গ্যারাজে। বি এম ডব্লু গ্রেড ৪ কিনেছিলেন সেই সময়। গ্লেশিয়ার সিলভার রঙা সেই গাড়ির বাজারমূল্য ছিল প্রায় ১ কোটি টাকার কাছাকাছি।
ফের আরেকটা বিএমডব্লিউ কিনে এবার নেটপাড়াকে বেশ চমকেই দিলেন এই প্রেমিক জুটি । এবার বিএমডব্লিউ ৩ সিরিজের (BMW 3 Series) গাড়ি কিনেছেন অঙ্কুশ (Ankush Hazra) আর ঐন্দ্রিলা (Oindrila Sen)। আর এই গাড়িটির বাজারমূল্যও কিন্তু আকাশছোঁয়া। অনরোড প্রাইজ ৬০ থেকে ৭০ লাখ টাকার মতো। সিলভার রঙের নতুন গাড়িটির সঙ্গে ছবি শেয়ার করে নিয়েছেন দুজনেই। আরও পড়ুন: বড় ছেলে মিমো-র প্রথম সিনেমা জিমি ফ্লপ, কী হাল হয়েছিল সেইসময় মিঠুনের?
পরপর দুটো বিএমডব্লিউ দেখে নেটপাড়ার চোখও ছানাবড়া (Social Media Troll)। একজন কমেন্টে লিখলেন, ‘তুমি কি বিএমডব্লিউ ছাড়া কিছুই কেন না দাদা?’ আরেকজন লিখলেন, ‘এমন কী কাজ করো তোমরা দুজন যে এভাবে বছরের পর বছর নতুন নতুন বিএমডব্লিউ কেনা যায়?’, তৃতীয়জনের মন্তব্য, ‘এবার কিন্তু ইডি আসবে… তুমিও কুণাল-টুনালদের থেকে টাকা নিয়েছ নাকি?’ আরও পড়ুন: মাসাবা গুপ্তার প্রাক্তন স্বামী মধুর মেহেন্দি! অতিথি হলেন হৃতিক, আমির, রাজকুমাররা
যদিও অঙ্কুশ-ঐন্দ্রিলার অনুরাগীরা এসব কটাক্ষের ধার ধারেন না। তাঁরা মন খুলে শুভেচ্ছা জানালেন তারকাযুগলকে। একজন তো ‘মিষ্টি খাওয়ার আবদার’ও করে বসলেন।
দুই তারকা কিছুদিন আগেই ছুটি কাটিয়ে এলেন আইসল্যান্ডে। সেখানকার ব্লু লেগুনে স্পা করাতে দেখা গিয়েছিল তাঁদের। ইউরোপের কিছু স্পটেও দেখা গিয়েছিল তাঁদের।
কাজের সূত্রে অঙ্কুশকে শেষ দেখা গিয়েছে ‘আবার বিবাহ অভিযান’ সিনেমায়। যা এখনও চলছে বক্স অফিসে। দর্শকদের প্রতিক্রিয়া মন্দ নয়। তার আগে তাঁকে দেখা গিয়েছে বান্ধবী ঐন্দ্রিলা সেনের সঙ্গেই লাভ ম্যারেজ ছবিতে। ছবির নাম ‘লাভ ম্যারেজ’। নববর্ষে মুক্তি পায় সেই সিনেমা। একইসঙ্গে পর্দায় মুক্তি পেয়েছিল একেনবাবু আর প্রসেনজিতের শেষ পাতা সিনেমা। জোরদার প্রচার করা সত্ত্বেও প্রতিযোগিতায় বেশ পিছিয়েই পড়ে লাভ ম্যারেজ। তবে সিনেমা ফ্লপ হলেও ব্যাঙ্কব্যালেন্সে যে ছাপ পড়েনি তা তো বুঝিয়ে দিচ্ছে নতুন গাড়িই।
For all the latest entertainment News Click Here