‘ইউভানের ভাই-বোন হোক’, চান রাজ-শুভশ্রী, বাবা দিবসে ফাঁস হল আরও অনেক কথা…
আজ পিতৃদিবস। এই দিনটি চিরকালই সব সন্তান, আর বাবাদের কাছে বিশেষ। টলিপাড়ার বহু তারকাকেই বাবাদের নিয়ে বিভিন্ন সময় নানা কথা বলতে শোনা গিয়েছে, পোস্ট করতে দেখা গিয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে বাবা কৃষ্ণশঙ্কর চক্রবর্তী ও ছেলে ইউভানকে নিয়ে কথা বলেছেন রাজ। যেখানে বিধায়ক, পরিচালক কথা বলেছেন ইউভানের ভাই-বোন হওয়ার প্রসঙ্গেও।
বাবা দিবস-এ আনন্দবাজারকে সাক্ষাৎকার দিয়েছেন রাজ চক্রবর্তী। সাক্ষাৎকারে রাজ বলেন, তাঁর কাছে ‘বাবা মানে মনে হয় সাহস, নিরাপত্তা, যে আগলে রাখবে, এই বিষয়গুলি।’ রাজের কথায়, বাবা-মায়ের জন্যই তো সবকিছু। আজ তিনি যেখানে বসে আছেন, সেটাও বাবা-মায়ের কারণেই। আর তাই কোনও স্পেশাল দিনে বাবা-মায়ের জন্য উদযাপন করাতে তাঁর কোনও আপত্তি নেই।
রাজ বলেন, ‘আমি যেভাবে বাবার কাছে বড় হয়েছি, আর যেভাবে ইউভানকে বড় করছি, সেটা আলাদা। কারণ, দুটো মানুষ আলাদা, সময় আলাদা, দৃষ্টিভঙ্গি, বেড়েওঠা সবটাই আলাদা। চেষ্টা করছি যেগুলো আমি বাবার থেকেই পাইনি বলে মনে হয়েছে, সেগুলো ইউভানকে দিতে। আমার বাবার বাবাত্ব, আর আমার বাবাত্বর মধ্যে অনেকটা পার্থক্য রয়েছে।’
আরও পড়ুন-: ‘কখনও কোনও লবিতে ছিলাম না, তাই যৌন হেনস্থার ঘটনাতেও কাউকে পাশে পাইনি’, ফের সরব স্বস্তিকা
রাজের কথায়, তিনি ‘ভালো বাবা’ হতে চান, তাঁর কাছে ‘ভালো বাবা’ বলতে সন্তানকে বোঝা, কোনও কিছু চাপিয়ে না দেওয়া। সময় দেওয়া। রাজ মনে করেন, বাবাকেও কিন্তু সময় দেওয়া উচিত। মা-তো সন্তানের জন্ম দেওয়া থেকে শুরু করে সবটাই করবেন, করেন। তবে বাবাদেরও কর্তব্য আছে। পরিচালক বাবা বলেন, বাবা-মা দায়িত্বটা কিন্তু উভয়ের। আর তাই আমরা সন্তান আসার প্রথম খবর শেয়ার করে লিখেছিলাম ‘we are pregnant’। অভিনেত্রী স্ত্রী শুভশ্রী প্রসঙ্গ টেনে বলেন, তাঁরা খুব ভালো বন্ধু, খুব ভালো পার্টনার, খুব ভালো অভিভাবক। রাজের কথায়, আমি আর শুভশ্রী ইউভানকে সুন্দর পরিবেশ আর মূল্যবোধ দিতে চাই। ব্যাস, আর কিচ্ছু বলতে চাই না, কখনওই বলব না, যে তুমি এই হও, ওই হও। রাজের কথা, ‘ইউভান আমার আর শুভশ্রীর কাছে খেলনার মতো। আমরা খুব চটকাই। যদিও ও মা ছাড়া কারোর চটকানো পছন্দ করে না। ইউভান আসার পর বাড়ির পুরো পরিবেশই বদলে গিয়েছে। আমরা বাড়িতে সেলিব্রিটি নই, ইউভানের কাছে আর পাঁচজন বাবা-মায়ের মতোই আমরা থাকি।’
রাজের কথায়, ‘ইউভানের পুরোটাই মা কেন্দ্রিক, ও ওঁর মায়ের মতোই হয়েছে গুণ্ডা টাইপের (মজা করে) শুভশ্রীও খুব এনার্জেটিক ছিল ছোটতে, যেটা ইউভান পেয়েছে।’রাজ জানান, ইউভান রাতে ঘুমোতে যাওয়ার সময় গল্প শুনে তবেই ঘুমতে যায়। বাবা-মায়ের মাঝে ঘুমোতেই ও ভালোবাসে। রাজের কথায়, শুভশ্রীও ভীষণ বাচ্চা ভালোবাসেন, তাই তাঁরা চান ইউভানের ভাইবোন হোক।
For all the latest entertainment News Click Here