ইউক্রেনের পাশে রবার্ট লেওয়ানডোস্কি, রাশিয়ার বিরুদ্ধে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলবে না পোল্যান্ড
রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধের ধোঁয়া ধীরে ধীরে গ্রাস করছে ক্রীড়াজগতকে। অনেক খেলোয়াড় প্রকাশ্যে রাশিয়ার এই পদক্ষেপের সমালোচনা করেছেন। কিছু দেশ রাশিয়ায় খেলতে চাইছেন না। এখন সেই তালিকায় যুক্ত হল পোল্যান্ডের নাম। পোল্যান্ডের ফুটবল ফেডারেশন সিদ্ধান্ত নিয়েছে যে তাদের দল আগামী মাসে রাশিয়ায় অনুষ্ঠিত বিশ্বকাপ বাছাইপর্বে খেলবে না। রাশিয়ার মস্কোতে ২৪ মার্চ দু’দেশের মধ্যে ম্যাচটি হওয়ার কথা ছিল।
পোল্যান্ড ছাড়াও সুইডেন ও চেক রিপাবলিককেও বিশ্বকাপ বাছাইপর্ব খেলতে হবে মস্কোতেই। এই দুই দলের মধ্যকার ম্যাচে জয়ের পাশাপাশি মুখোমুখি হতে হবে রাশিয়া ও পোল্যান্ডের বিজয়ীর। তবে এখন তা সম্ভব হবে বলে মনে হয় না। পোল্যান্ড ছাড়াও সুইডেন ও চেক রিপাবলিকও ম্যাচ থেকে সরে দাঁড়াতে চাইছে। তবে তারা এখনও প্রকাশ্যে কিছু জানায়নি।
পোলিশ ফুটবল ফেডারেশনের সভাপতি কেজরি কুলেজ টুইটারে লিখেছেন, ‘এটি অ্যাকশনের সময়। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর আমরা সেখানে ম্যাচ খেলতে প্রস্তুত নই। আমরা মনে করি এটা সঠিক সিদ্ধান্ত। তিনি আরও বলেছিলেন যে সুইডেন এবং চেক প্রজাতন্ত্র ফেডারেশনগুলির সাথে ঘনিষ্ঠভাবে কাজ করবে যাতে তিনটি দেশ ফিফাকে তাদের সিদ্ধান্ত জানাতে একত্রিত হতে পারে।’
পোল্যান্ডের কিংবদন্তি খেলোয়াড় রবার্ট লেওয়ানডোস্কি বলেছেন, ‘এটি সঠিক সিদ্ধান্ত। ইউক্রেনের পরিস্থিতি বিবেচনা করে রাশিয়ান দলের বিরুদ্ধে খেলার কথা ভাবতে পারছি না। রাশিয়ার ফুটবলার এবং ভক্তদের দোষ নেই, তবে আমরা এমন আচরণ করতে পারি না যেন কিছুই ঘটছে না।’
For all the latest Sports News Click Here