ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচে খেলবেন রোহিত? হিটম্যানের বার্তা ঘিরে জল্পনা
ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামার আগেই করোনায় আক্রান্ত হয়েছিলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা। এরপর তার ফিটনেস নিয়ে জল্পনা শুরু হয়। নানা ধোঁয়াশা তৈরি হয় দলে মধ্যে। অনেকেই বলতে থাকেন তাহলে হয়তো ১ জুলাই-এর ম্যাচে খেলতে পারবেন না হিটম্যান। সে কারণেই হয়তো মায়াঙ্ককে উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে। তবে এর মধ্যেই ভারতীয় টিম ম্যানেজমেন্ট ও ভারতীয় সমর্থকদের জন্য খুশির ইঙ্গিত দিলেন রোহিত শর্মা। নিজের ফিট হওয়া নিয়ে টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছে। যা দেখে আবারও জল্পনা তৈরি হয়েছে।
লেস্টারশায়ারের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচের সময়েই রোহিত করোনা আক্রান্ত হন। এর দিন কয়েক পরেই নিজের ইনস্টাগ্রামে একটি ইনস্টা স্টোরিতে নিজের একটি ছবি শেয়ার করেছেন তিনি। সেই ছবিতে রোহিতকে থাম্বস আপ করতে দেখা যাচ্ছে। এই ছবির অর্থ হল, রোহিত শীঘ্রই করোনাকে হারাতে পারবেন। রোহিত শর্মার ইঙ্গিত থেকেই স্পষ্ট যে তিনি এখন সুস্থ বোধ করছেন এবং শেষ টেস্টের আগে ফিট হয়ে যেতে পারেন। এই ছবি নিয়ে সোশ্যাল মিডিয়াতে ঝড় উঠতে শুরু করেছে।
আরও পড়ুন… জানেন কি টি টোয়েন্টি বিশ্বকাপ শেষে রোহিত অ্যান্ড কোম্পানি কাদের বিরুদ্ধে খেলবে?
আরও পড়ুন… জানেন কি টি টোয়েন্টি বিশ্বকাপ শেষে রোহিত অ্যান্ড কোম্পানি কাদের বিরুদ্ধে খেলবে?
রোহিত শর্মা সুস্থ না হলে বিসিসিআই টিম ইন্ডিয়ার নতুন অধিনায়ক ঘোষণা করতে পারত। যাইহোক, রোহিত শর্মার জন্য কভার হিসাবে মায়াঙ্ক আগরওয়ালকে ইংল্যান্ডে পাঠানো হয়েছে। যিনি শীঘ্রই বার্মিংহামে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচের আগে দলের সাথে যোগ দেবেন। এরমধ্যেই রোহিতের এই বার্তায় অনেকেই নিশ্চিত যে ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ টেস্টে রোহিত নামতে চলেছেন।
For all the latest Sports News Click Here