ইংল্যান্ডের ঘরোয়া লিগকে বিপদে ফেলে ম্যাক্সওয়েলদের সরাল অস্ট্রেলিয়া,IPL হলে পারত?
বিশ্বকাপের কথা মাথায় রেখে কঠোর সিদ্ধান্ত ক্রিকেট অস্ট্রেলিয়ার। ইংল্যান্ডের ১০০ বলের ঘরোয়া লিগ টুর্নামেন্ট দ্য হান্ড্রেড থেকে দুই অজি তারকাকে সরিয়ে নিল ক্রিকেট অস্ট্রেলিয়া। এবছর দ্য হান্ড্রেডে মাঠে নামবেন না অস্ট্রেলিয়ার দুই তারকা অল-রাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল ও মিচেল মার্শ।
ম্যাক্সওয়েল ও মার্শ, দুই তারকারই এবছর ট্রেভর বেলিসের প্রশিক্ষণে লন্ডন স্পিরিটের হয়ে মাঠে নামার কথা ছিল। চুক্তির অঙ্ক নিতান্ত কম ছিল না। ১ লক্ষ ৬০ হাজার মার্কিন ডলার বা ভারতীয় মুদ্রায় প্রায় ১ কোটি ৩০ লক্ষ টাকার বিনিময়ে দ্য হান্ড্রেড খেলার কথা ছিল ম্যাক্সওয়েলদের। তবে বিশ্বকাপের আগে ওয়ার্কলোড ম্যানেজের উদ্দেশ্যেই ক্রিকেট অস্ট্রেলিয়া টুর্নামেন্ট থেকে সরিয়ে নেয় মার্শ-ম্যাক্সওয়েলকে।
ক্রিকেট অস্ট্রেলিয়ার মুখপাত্র ইএসপিএন-ক্রিকইনফোকে এই প্রসঙ্গে বলেন, ‘দুই ক্রিকেটারের সঙ্গে আলোচনার পরেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দু’জনেই চোট সারিয়ে ফিরেছে। ২টি বিশ্বকাপ (২০২৩ ওয়ান ডে ও ২০২৪ টি-২০) ছাড়াও সামনে লম্বা সূচি রয়েছে। শারীরিকভাবে তরতাজা থাকতে এটাই সেরা বিকল্প হতে পারে ওদের কাছে।’
আরও পড়ুন:- Wimbledon 2023: সাইলেন্ট রুমে সেক্স করা যাবে না, বিতর্ক থেকে শিক্ষা নিয়ে উইম্বলডনে ফতোয়া জারি, কী ঘটেছিল গতবার?
ম্যাক্সওয়েল ও মার্শের মতো দুই তারকা সরে দাঁড়ানোয় শুধু টুর্নামেন্টের জৌলুস কমল এমনটা নয়, বরং মহা সমস্যায় পড়ল লন্ডন স্পিরিট। কেননা টুর্নামেন্ট শুরুর ঠিক আগে তাদের দুই তারকার পরিবর্ত খুঁজে নিতে হবে। ম্যাক্সওয়েলদের বদলি খোঁজার কাজ কঠিন হবে এই কারণেই যে, যথাযথ বিকল্প হতে পারতেন যে সব ক্রিকেটাররা, তাঁরা ইতিমধ্যেই অন্যান্য লিগের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। কেননা দ্য হান্ড্রেডের সময়েই অনুষ্ঠিত হবে গ্লোবাল কানাডা টি-২০, ক্যারিবিয়ান প্রিমিয়র লিগ, লঙ্কা প্রিমিয়র লিগের মতো টুর্নামেন্টগুলি।
আরও পড়ুন:- WC 2023 Qualification Scenarios: নেদারল্যান্ডস নাকি স্কটল্যান্ড, কারা বিশ্বকাপের টিকিট হাতে পাবে, উত্তর লুকিয়ে এই অঙ্কে
ক্রিকেট অস্ট্রেলিয়ার এমন পদক্ষেপ নিয়ে অবশ্য প্রশ্ন উঠতে শুরু করেছে। গুরুত্বপূর্ণ অ্যাশেজ সিরিজের ঠিক আগে ক্রিকেটারদের আইপিএল থেকে সরে দাঁড়াতে বলেনি অজি ক্রিকেট বোর্ড। অথচ বিশ্বকাপের অনেক আগেই অনুষ্ঠিত হতে চলা দ্য হান্ড্রেড থেকে খেলোয়াড়দের সরিয়ে নেয় তারা। তাই প্রশ্ন উঠছে যে, আইপিএল হলে কি এমন কঠোর সিদ্ধান্ত নিতে পারত ক্রিকেট অস্ট্রেলিয়া?
উল্লেখ্য, এবছর দ্য হান্ড্রেড শুরু হবে ১ অগস্ট তারিখে। টুর্নামেন্ট চলবে ২৭ অগস্ট পর্যন্ত। অন্যদিকে লঙ্কা প্রিমিয়র লিগ শুরু হবে ৩০ জুলাই। চলবে ২০ অগস্ত পর্যন্ত। ক্যারিবিয়ান প্রিমিয়র লিগ শুরু হবে ১৭ অগস্ট। চলবে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত।
For all the latest Sports News Click Here