‘ইংল্যান্ডের ক্লাব স্তরের ৩০ শতাংশ পরিকাঠামোও নেই পাকিস্তানে’, দাবি পাক তারকার
এই বছরের কাউন্টি চ্যাম্পিয়নশিপে পাকিস্তানের অনেক ক্রিকেটারই অংশ নিয়েছিলেন। এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাকিস্তানর সিরিজ শেষ হওয়ার পর, খেলোয়াড়রা টি-টোয়েন্টি ব্লাস্টে অংশ নিতে ফের ইংল্যান্ডে উড়ে গিয়েছেন। বর্তমানে টি-টোয়েন্টি ব্লাস্টে খেলছেন এমন পাকিস্তানি তারকাদের একজন হলেন পেসার নাসিম শাহ, যিনি চোটের কারণে টুর্নামেন্টের শুরুর দিকে বেশ কিছু ম্যাচ মিস করেছেন।
চলতি টি-টোয়েন্টি ব্লাস্টে, গ্লুচেস্টারশায়ারের হয়ে তিনটি ম্যাচে খেলেছেন ১৯ বছরের তরুণ। নিয়েছেন পাঁচ উইকেট। নাসিম শাহ ইংল্যান্ডের ক্রিকেটের উন্নত পরিকাঠামো নিয়ে, নিজের অভিজ্ঞতার কথা জানিয়েছেন। তাঁর মতে, পাকিস্তানের তুলনায় ইংল্যান্ডের ক্লাব স্তরের সুযোগ-সুবিধাগুলির মধ্যেই একটি বিশাল পার্থক্য রয়েছে।
নাসিম শাহ ক্রিকেট পাকিস্তানকে দেওয়া একটি সাক্ষাত্কারে বলেছেন, ‘আমার মনে হয় ইংল্যান্ডে ক্লাব ক্রিকেটারদের জন্য যে সুযোগ-সুবিধা পাওয়া যায়, তার ৩০ শতাংশও আমাদের কাছে নেই। আমি জানি, আমি কোথা থেকে এসেছি, আমি একটি টেপ বল দিয়ে ক্রিকেট খেলতে শুরু করেছিলাম, এবং যখন আমি এখানকার ক্রিকেটারদের খেলতে দেখি, সেটা সম্পূর্ণ আলাদা।’
তিনি আরও যোগ করেছেন, ‘এখানে ক্লাব ক্রিকেট খেলতে এসে, মাঠ এবং বাকি যে সুযোগ-সুবিধাগুলো দেখতে পাচ্ছি, আমার বারবার মনে হচ্ছে, বাহ! এই ছেলেরা খুব ভাগ্যবান। ওদের অনেক সুযোগ সুবিধে রয়েছে।’
আরও পড়ুন: দুরন্ত ছন্দে পাক কিপার, সারেকে হারিয়ে অক্সিজেন পেল সাসেক্স
আরও পড়ুন: দলে সুযোগ না পাওয়ায় আত্মহত্যার চেষ্টা করলেন পাকিস্তানের তরুণ ক্রিকেটার
পাকিস্তান স্পিডস্টারের মতে, লাহোর এবং করাচির মতো শহরগুলিতে ভালো সুবিধে রয়েছে ঠিকই, তবে অন্যান্য জায়গাগুলির উন্নতির অত্যন্ত প্রয়োজন।
নাসিম শাহ বলেওছেন, ‘যখন আমরা আমাদের ক্রিকেটের দিকে তাকাই, বেশির ভাগ খেলোয়াড় এমন জায়গা থেকে এসেছে, যেখানে সুযোগ-সুবিধে পাওয়া কঠিন। লাহোর, করাচির মতো জায়গায় ভালো ব্যবস্থা আছে। কিন্তু আমি যেখান থেকে এসেছি, সেখানে কোনও ক্রিকেট মাঠ ছিল না। পাকিস্তান যদি ইংল্যান্ডের ক্ষুদ্র শতাংশ সুবিধেও দেওয়া যায়, তবে আপনি দেখতে পাবেন, আমাদের দেশ থেকে আরও অনেক ক্রিকেটার উঠে আসছে।’
For all the latest Sports News Click Here