ইংল্যান্ডের কাছে বিশ্রী হার অস্ট্রেলিয়াকে কীভাবে বদলে দিয়েছে? ব্যাখ্যা ওয়েডের
শুভব্রত মুখার্জি: ২০২১ সালের টি-২০ বিশ্বকাপে নিউজিল্যান্ড দলকে ফাইনালে হারিয়ে শিরোপা জিতেছিল অস্ট্রেলিয়া দল। এবার টি-২০ বিশ্বকাপের আসর বসতে চলেছে অস্ট্রেলিয়াতেই। তার আগেই অস্ট্রেলিয়ার গত বিশ্বকাপের অন্যতম নায়ক ম্যাথু ওয়েড মনে করেন গতবার বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে বাজেভাবে হারটাই বদলে দিয়েছিল অস্ট্রেলিয়ার টি-২০ বিশ্বকাপের ভাগ্য। এবারও টি-২০ বিশ্বকাপের আগে প্রস্তুতি সারতে সেই ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে অস্ট্রেলিয়া দল। তার আগেই এমন মন্তব্য করেছেন ওয়েড।
ওয়েড জানিয়েছেন ‘সেই বিশ্বকাপ ম্যাচে ওরা (ইংল্যান্ড) আমাদেরকে পর্যুদস্ত করেছিল। সেই ম্যাচটাই আমাদেরকে বদলে দিয়েছিল। টি-২০ বিশ্বকাপে আমাদের ভাগ্যটাই বদলে দিয়েছিল। তারপর থেকেই আমাদের টি-২০ খেলার ধরনটাই বদলে গিয়েছিল। এর আগে আমাদের টি-২০ খেলার ধরনটাই অন্যরকম ছিল।’
তিনি বলেন ‘ওটা আমাদের কাছে অনেকটা লাইটবাল্ব মুহূর্ত ছিল। আমার মনে হয় ওটা আমাদের দরকার ছিল আমাদের খেলার ধরনটা বদলে দেওয়ার ক্ষেত্রে। ওদের(ইংল্যান্ডের) বিরুদ্ধে ম্যাচটা আমাদের জন্য যথেষ্ট কঠিন ম্যাচ। তবে আমরা ব্যাট হাতে এখন যথেষ্ট আক্রমণাত্মক খেলা খেলি। আমরা সাতজন ব্যাটার খেলাই। আমরা জানি আমরা অনেক বেশি রান করতে সক্ষম।
ইংল্যান্ডের বিরুদ্ধে আমাদের সেটাই করতে হবে। ১৮০-২০০’র মধ্যে আমাদেরকে রান করতে হবে। বিশ্বকাপে ওই ম্যাচটা হারার পর থেকেই দলগতভাবে আমরা আরও কাছাকাছি আসি। তারপর থেকে আত্মবিশ্বাস জন্মায় বড় রান আমরা করতেও পারি আবার বড় রান তাড়া করতেও পারি। ওরা (ইংল্যান্ড) বিশ্বকাপ থেকে ছিটকে গেলেও আমরা জানি ওরা কতটা ভালো দল।’ প্রসঙ্গত ২০২১ বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে সেই ম্যাচে অজি দল ৫০ বল বাকি থাকতে ম্যাচ হেরে গিয়েছিল।
For all the latest Sports News Click Here