ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ! এশিয়ার বাইরে প্রথমবার এমনটা করে দেখালেন হরমনপ্রীতরা
শুভব্রত মুখার্জি: লর্ডসের ২২ গজে ইতিহাস গড়েছে হরমনপ্রীত কউরের নেতৃত্বাধীন ভারতীয় দল। তারা যা করে দেখিয়েছে তা আগে কখনও করে দেখাতে পারেনি কোন ভারতীয় মহিলা ক্রিকেট দল। ২৩ বছর বাদে ইংল্যান্ডের মাটিতে তারা শুধু ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জেতেনি, পাশাপাশি ইংল্যান্ড দলকে হোয়াইটওয়াশও করেছে তারা। এশিয়ার বাইরে হরমনপ্রীতের নেতৃত্বাধীন ভারতের এই মহিলা দল প্রথমবার এমন নজির গড়ে দেখাল। এর আগে এশিয়ার বাইরে ৩ বা তার বেশি সংখ্যার ম্যাচের সিরিজে ভারতীয় মহিলা দল কোনও দিন ক্লিন সুইপ করতে পারেনি। ইতিহাসে প্রথমবার তারা এই কৃতিত্ব অর্জন করল।
ভারতের জন্য এই জয় আরও বেশি স্পেশাল ছিল। কারণ এই ম্যাচের পরেই আন্তর্জাতিক ক্রিকেটকে আলবিদা জানিয়েছেন তাদের কিংবদন্তি ক্রিকেটার ঝুলন গোস্বামী। ফলে রুদ্ধশ্বাস ম্যাচ জিতেই ঝুলনকে যোগ্য ফেয়ারওয়েল উপহার দিয়েছেন হরমনপ্রীতরা। ঝুলনকে সম্মান জানাতে ম্যাচের স্পেশাল স্ক্রিনিংয়ের ব্যবস্থা ও করা হয়েছিল ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফে। মাল্টিপ্লেক্সে দেখানো হয় ঝুলনের কেরিয়ারের শেষ ম্যাচ। এই ম্যাচে ঝুলন ব্যাট হাতে রান না পেলেও বল হাতে তিনি ৩০ রান দিয়ে নিয়েছেন ২টি উইকেট।
আরও পড়ুন… এক শব্দের টুইটে প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ভূয়সি প্রশংসা অশ্বিনের
শনিবার ভারত প্রথমে ব্যাট করতে নেমে ৪৫.৪ ওভারে ১৬৯ রানে অলআউট হয়ে যায়। ওপেনার স্মৃতি মন্ধানা ৫০ রান করেন। টপ অর্ডারে যশতিকা ভাটিয়া (০), হরমনপ্রীত কৌররা (৪) ব্যর্থ হন। লোয়ার মিডল অর্ডারে দীপ্তি শর্মা ৬৮ রান করে দলের স্কোরকে সম্মানজনক জায়গায় পৌঁছে দেন। ২২ রান করেন পূজা ভস্ট্রকার। ঝুলন গোস্বামী তাঁর শেষ ম্যাচে ব্যাট হাতে শূন্য রানেই আউট হন। কেম্পের বলে বোল্ড হয়ে যান তিনি। ইনিংস শেষে অপরাজিত থেকে যান দীপ্তি শর্মা।
আরও পড়ুন… কয়েক মিলিমিটার বেরিয়েছিল পা, দীপ্তির নো-বলের জন্য বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছিল ভারত, তাহলে লর্ডসের মানকাডিংয়ে দোষ কোথায়?
কেট ক্রস ২৬ রান দিয়ে চার উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে ৪৩.৩ ওভারে ১৫৩ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। চার্লি ডিন এদিন ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৪৭ রান করেন। অ্যামি জোন্স ২৮ এবং ল্যাম্ব ২১ রান করে তাঁকে যোগ্য সঙ্গত দেন। ভারতের হয়ে ঝুলন গোস্বামী ৩০ রান দিয়ে দুটি এবং রেণুকা সিং ২৯ রান দিয়ে চারটি উইকেট নেন। ম্যাচ জিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অ্যামি জোন্সের নেতৃত্বাধীন ইংল্যান্ড দলকে ক্লিন সুইপ করে ভারতীয় দল।
For all the latest Sports News Click Here