ইংল্যান্ডকে নিয়ে বড়াই ভনের, ক্লাস নিলেন মার্ক ওয়া
শুভব্রত মুখার্জি: বরাবরের বর্ণময় চরিত্র প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন। খেলা ছেড়েছেন দীর্ঘদিন হল। বর্তমানে তিনি ধারাভাষ্যকার হিসেবে কাজ করছেন। তবে সোশ্যাল মিডিয়াতে ভীষণ রকম সক্রিয় তিনি। ক্রিকেট বিশ্বের নানা বিষয় নিয়ে নিজের মতামত প্রকাশে তিনি পিছু হটেন না। ইংল্যান্ডের বর্তমান এবং প্রাক্তন ক্রিকেটার থেকে শুরু করে ভারতের পিচ বা আইসিসিকে কটাক্ষ কোন কিছুতেই পিছপা হন না তিনি। আর এই সব করতে গিয়ে মাঝে মাঝে বিতর্কও উস্কে দেন তিনি। হতে হয় বাজেভাবে ট্রোলও। ঠিক যেমনটা এবার তাঁকে হতে হল, ফের আরও একবার ট্রোল হলেন তিনি। বাস্তব ভুলে ভুল তথ্য পেশ করায় মজার ছলে তাঁকে কটাক্ষ করতে ছাড়লেন না প্রাক্তন তারকা অজি ওপেনার মার্ক ওয়া।
আরও পড়ুন… বয়স আর ফিটনেস নিয়ে প্রশ্ন উঠতেই শাহরুখ খানের ‘পাঠান’-কে টানলেন শোয়েব মালিক
বৃহস্পতিবার মাউন্ট মঙ্গানুইতে প্রথম টেস্টে মুখোমুখি হয়েছে ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড দুই দল। প্রথম টেস্টের প্রথম দিনে আধিপত্য দেখিয়েছে ইংল্যান্ড দল। তারপরেই তাদের পারফরম্যান্সকে কুর্ণিশ জানাতে গিয়ে ভুল করে বসেন মাইকেল ভন। ভন নিজের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে টুইট করে লিখেছেন, ‘বিশ্বের সেরা দলকে আমরা খেলতে দেখছি।’ যে টুইটের উত্তরে মার্ক ওয়া লিখেছেন, ‘নিশ্চিত ভাবেই প্রথম তিনে ভনি (ভন)। অস্ট্রেলিয়া এবং ভারতের পরে।’ টুইটটি করে একটি হাসির স্মাইলি দেন তিনি।
আরও পড়ুন… Rajasthan Royals-এ বড় ধাক্কা! চোটের জন্য IPL 2023 থেকে ছিটকে গেলেন ১০ কোটির বোলার
দিন-রাতের টেস্টে মাউন্ট মঙ্গানুইতে প্রথম দিনের খেলা শেষে সমস্যায় রয়েছে নিউজিল্যান্ড দল। তাদের স্কোর ৩৭ রানে তিন উইকেট। বে ওভালে এ দিন প্রথমে ব্যাট করে ইংল্যান্ড। তারা ৯ উইকেটে ৩২৫ রান করেই ইনিংস ডিক্লেয়ার করে দিয়েছিল। মাত্র ৫৮.২ ওভার খেলেই এই রানে পৌঁছে যান তারা। ‘ব্যাজবল’ ঘরানার ‘আল্ট্রা’ আক্রমণাত্মক ক্রিকেট খেলতে দেখা যায় এদিন জো রুটদের।এই ধরনের আক্রমণাত্মক ক্রিকেট খেলে নতুন কোচ ব্রেন্ডন ম্যাককালামের প্রশিক্ষণে ১০ টির মধ্যে ৯টি টেস্টেই জয় পেয়েছেন বেন স্টোকসরা। স্বয়ং জো রুট এদিন ঋষভ পন্তের মতন স্কুপ শট খেলতে গিয়ে আউট হয়েছেন। এদিন বেন ডাকেট এবং হ্যারি ব্রুক দুটি আক্রমণাত্মক অর্ধশতরান করেন। উল্লেখ্য দুই টেস্টের সিরিজ খেলবে ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড দুই দল।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest Sports News Click Here