আয় খুকু আয়: ‘যাদের জন্য তৈরি, তারা ভালো বলেছে’, রাণার কটাক্ষে জবাব দিতিপ্রিয়ার?
বক্স অফিসে মিশ্র প্রতিক্রিয়া প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আর দিতিপ্রিয়া রায়ের ‘আয় খুকু আয়’-এর। ছবি মুক্তির আগে বেশ জমিয়ে প্রচার চালিয়েছেন রিল লাইফের মেয়ে-বাবার জুটি। তা সে রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খাওয়া হোক বা প্রথমবার প্রসেনজিতের হাজির হওয়া ‘দিদি নম্বর ১’-এর মঞ্চে।
তবে এই ছবি নিয়ে দিনকয়েক আগেই কটাক্ষ পোস্ট করতে দেখা গিয়েছে টলিউডের নামী প্রযোজক রাণা সরকারকে। ‘এত ডেকেও হলে খোকা-খুুকু এল না’ লিখে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করেন। আর তার জবাবই দিতে দেখা গেল ‘খুকু’ দিতিপ্রিয়াকে। নাম না করে রানা সরকারকে একহাত নিলেন তিনি।
সবেমাত্র লন্ডন থেকে ফিরেছেন দিতিপ্রিয়া। সোমবার শহরের বেশ কিছু হলে হাজির ছিলেন। নন্দনে গিয়ে দর্শকদের সঙ্গে বসে সিনেমাও দেখলেন মুখে মাস্ক পরে। সকলের মুখে ছবির ভরা ভরা প্রশংসা শুনে উচ্ছ্বাসে ভাসলেন তিনি। আরও পড়ুন: এত ডেকেও হলে খোকা-খুুকু এল না’, প্রসেনজিতের ‘আয় খুকু আয়’কে তীব্র কটাক্ষ রাণার
তবে রাণা সরকারের বলা কথার প্রসঙ্গ উঠতেই দিতিপ্রিয়া কারও নাম না নিয়ে বলেন, ‘কে কী বলছে, সে দিকে পাত্তা দিচ্ছি না। লোকে খারাপ বলবে, ভালোও বলবে। সব নিয়েই তো চলতে হবে৷ তবে আমি দর্শকের কাছ থেকে এত ভালোবাসা পেয়ে খুশি। তাঁদের মুখ থেকে শোনা আমার অভিনয় দেখে চোখে জল এসেছে যে কোনও খারাপ মন্তব্যকে ছাপিয়ে যায়। যাদের জন্য ছবিটি বানানো, তাঁরা প্রশংসা করেছেন। এটাই চেয়েছিলাম। পেলামও।’
কী লিখেছিলেন রাণা ফেসবুকে?
প্রযোজক লেখেন, ‘খুকু এল না। এতো করে ডাকলো তবু খোকা খুকুরা হলে এলো না; এতবার বললো পাশে দাঁড়ান পাশে দাঁড়ান তবু টিকিট কাউন্টারের সামনে কেউ দাঁড়ালো না…দুজন সুপারস্টারের উদ্যোগ, একজন ষ্টার নায়ক অন্য একজন প্রযোজক, একজন বিনিয়োগ করলেন লাভের আশা নিয়ে, অন্যজন মাথার চুল পর্যন্ত্য জলাঞ্জলি দিয়ে সর্বস্ব ত্যাগ করে বাংলা সিনেমা কি একা টেনে নিয়ে যাওয়ার শেষ চেষ্টা করলেন, তবুও খোকা খুকুরা হলে এলো না।’
For all the latest entertainment News Click Here