আয়ারল্যান্ড সফরে ভারতীয় দলের কোচ দ্রাবিড় নন, লক্ষ্মণ, বললেন BCCI সচিব
বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির (এনসিএ) প্রধান ভিভিএস লক্ষ্মণ ভারতের টি-টোয়েন্টি দলের সঙ্গে আয়ারল্যান্ডে যেতে চলেছেন। টিম ইন্ডিয়া ডাবলিনে ২৬ এবং ২৮ জুন যথাক্রমে দু’টি টি-টোয়েন্টি খেলবে।
বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (BCCI) নিশ্চিত করেছে যে লক্ষ্মণ প্রধান কোচ রাহুল দ্রাবিড়ের স্থলাভিষিক্ত হবেন। আসলে সেই সময়ে দ্রাবিড় ইংল্যান্ডে ভারতের প্রধান দলের সঙ্গে থাকবেন।
বিসিসিআই সচিব জয় শাহ ক্রিকবাজকে বলেছেন, ‘লক্ষ্মণ ভারতীয় দলের সঙ্গে ডাবলিনে যাবেন।’ এই প্রথম বার খেলার ছাড়ার পর লক্ষ্মণ জাতীয় দলের সঙ্গে যুক্ত হতে চলেছেন।
লক্ষ্মণ ২০২১ সালের নভেম্বরে এনসিএ প্রধান হিসাবে দায়িত্ব নেন
ভারতের অন্যতম সেরা মিডল-অর্ডার ব্যাটার ভিভিএস লক্ষ্মণ ২০২১ সালের নভেম্বরে এনসিএ প্রধান হিসেবে দায়িত্ব নেন। রাহুল দ্রাবিড় জাতীয় দলের দায়িত্ব নেওয়ার পর তাঁর জায়গায় স্থলাভিষিক্ত হন লক্ষ্মণ, যিনি এক দশকেরও বেশি সময় ধরে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন।
জুনে আয়ারল্যান্ডে যাবে ভারত
এই বছরের শুরুর দিকে, ক্রিকেট আয়ারল্যান্ড নিশ্চিত করেছিল যে, ভারতীয় দল জুনে দু’টি টি-টোয়েন্টির জন্য আয়ারল্যান্ড সফর করবে। ডাবলিন ২৬ এবং ২৮ জুন দু’টি টি-টোয়েন্টি ম্যাচের আয়োজন করা হয়েছে। যদিও, বিরাট কোহলি, রোহিত শর্মা, ঋষভ পন্ত এবং জাসপ্রীত বুমরাহর মতো মার্কি ভারতীয় খেলোয়াড়রা এই সিরিজটি খেলতে পারবেন না ইংল্যান্ড সফরে থাকায়।
ভারতের ক্রীড়াসূচি
৯ জুন থেকে শুরু হতে চলা পাঁচ ম্যাচের টি-টোয়েন্টির সিরিজে ভারত মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার। এর পরই ভারতের একটি টিম আয়ারল্যান্ড সফরে চলে যাবে ভারতীয়রা।। অন্যটি যাবে ইংল্যান্ড সফরে। গত বছর একটি টেস্ট ইংল্যান্ডের বিরুদ্ধে বাকি রয়েছে। সেটি ভারত খেলবে। সেই সঙ্গে ছ’টি সাদা বলের ম্যাচও খেলবে।
পুরনো নজির
এর আগেও অবশ্য একই সঙ্গে ভারতের দু’টি দল দু’জায়গায় খেলেছে। তখন একটি দলের কোচ ছিলেন রবি শাস্ত্রী। দ্বিতীয় দলটি খেলেছিল দ্রাবিড়ের কোচিংয়ে। তাই ভারতীয় ক্রিকেটে এটি নতুন ঘটনা নয়। এতে বহু ক্রিকেটার জাতীয় দলের জার্সিতে খেলার সুযোগ পান। এবং ভারতের রিজার্ভ বেঞ্চও শক্তিশালী হয়।
For all the latest Sports News Click Here