আহমেদাবাদ ফ্র্যাঞ্চাইজি নিয়ে জটিলতা! IPL-এর মেগা নিলাম কবে হবে?
বর্তমানে আইপিএল-এর সঙ্গে CVC স্পোর্টসের যুক্ত হওয়া নিয়েও বিতর্ক চলছে। কারণ, CVC স্পোর্টসের প্রধান সংস্থা বেশ কয়েকটি বেটিং সংস্থায় বিনিয়োগ করেছে। যা IPL-এর নিয়মবিরুদ্ধ। ফলে বিষয়টি নিয়ে তদন্ত চলছে। পাঁচ হাজার ৬২৫ কোটি টাকা দিয়ে আহমেদাবাদ ফ্র্যাঞ্চাইজি কিনেছে CVC ক্যাপিটাল পার্টনারস। ব্রিটেনের প্রাইভেট ইক্যুইটি ফার্ম এটি। তাদের এখনও ক্লিনচিট দেয়নি বিসিসিআই। দেশের সলিসিটার জেনারেল তুষার মেহতা বিষয়টি নিয়ে তদন্ত করছেন। তাঁর থেকে এখনও পর্যন্ত কোনও উত্তর আসেনি বলে জানা যাচ্ছে।
সূত্রের খবর, নতুন ফ্র্যাঞ্চাইজি আহমেদাবাদের কারণেই সম্ভবত পিছিয়ে যাচ্ছে মেগা নিলামের আসর। সমালোচকরা বলছেন আহমেদাবাদ ও লখনউ ফ্র্যাঞ্চাইজিকে দল তৈরি করতে অতিরিক্ত সময় দেওয়ার জন্যই মেগা নিলামে দেরি করার সিদ্ধান্ত নিয়েছে IPL-এর গর্ভনিং কাউন্সিল। শোনা যাচ্ছে ২০২২ সালের ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে হতে পারে আসন্ন আইপিএল-এর মেগা নিলাম। যদিও এ নিয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। সম্প্রতি IPL-এর গর্ভনিং কাউন্সিল এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গিয়েছে। ওই নিলাম আয়োজনে এগিয়ে রয়েছে বেঙ্গালুরু ও হায়দরাবাদ।
লখনউ ফ্র্যাঞ্চাইজি ইতিমধ্যেই অ্যান্ডি ফ্লাওয়ারকে নিজেদের প্রধান কোচ হিসেবে ঘোষণা করে দিয়েছে। মেন্টর করা হয়েছে গৌতম গম্ভীরকে। গত দুই মরশুম ধরে অ্যান্ডি ফ্লাওয়ার পঞ্জাব কিংসের সহকারি কোচ হিসেবে কাজ করেছেন। তাঁকে লখনউয়ের কোচ করা হয়েছে। দলের সঙ্গে যুক্ত করা হয়েছে গৌতম গম্ভীরকেও। ২০২২ সাল থেকে IPL হতে চলেছে ১০ দলের। ২০১৮ সালের পর যা আর দেখা যায়নি। আগামী বছর ২ এপ্রিল থেকে শুরু হবে আইপিএ। চেন্নাইতে হতে পারে প্রথম ম্যাচ।
For all the latest Sports News Click Here