আহমেদাবাদ অধিনায়কের চোট এখন ঠিক কী অবস্থায় রয়েছে? নিজেই বড় আপডেট দিলেন হার্দিক
ভারতের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার চোট নিয়ে নানা জল্পনা রয়েছে। এই চোটের কারণেই ভারতীয় দলে তিনি সুযোগ পাচ্ছেন না। মুম্বই ইন্ডিয়ান্স তাঁকে আইপিএল ২০২২-এর জন্য রিটেন করেনি। তবে আইপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি আহমেদাবাদ তাঁকে অধিনায়ক হিসেবে দলে নিয়েছে। কিন্তু তাঁর চোটের এখন ঠিক কী পরিস্থিতি? সেই সম্পর্কে হার্দিক নিজেই আপডেট জানিয়েছেন।
হার্দিক বলেছেন, তিনি কঠোর পরিশ্রমে বিশ্বাস করেন এবং সেটা তিনি চালিয়ে যাবেন। ২৮ বছরের তারকা আরও জানিয়েছেন, এই বছরের শেষের দিকে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে জায়গা করে নেওয়াই তাঁর লক্ষ্য থাকবে। আর তার জন্য সম্পূর্ণ ফিট হয়ে ওঠার কঠোর চেষ্টা করছেন তিনি।
ইকোনমিক টাইমসে হার্দিক বলেছেন, ‘আমি সব সময়ে দলের স্বার্থের কথা মাথায় রাখি। এবং সে ভাবেই নিজেকে প্রস্তুত করি। কিন্তু এ বার আমি নিজেকে শারীরিক ও মানসিক ভাবে প্রস্তুত করতে কিছুটা সময় চেয়েছিলাম। আমি আমার পরিবারের জন্যও কিছুটা সময় নিতে চেয়েছিলাম। অনেকটা সময়ে জৈব সুরক্ষা বলয়ে থাকতে হয়েছিল। বায়ো বাবলের মধ্যে থাকাটা খুবই কঠিন।’
তিনি এর সঙ্গেই যোগ করেছেন, ‘পরিবার থেকে বহু দিন দূরে সময় কাটালে তার প্রভাব মনের উপর পড়ে। আমি নিজেকে নিয়ে চিন্তাভাবনা করার জন্যও সময় চেয়েছিলাম এবং বুঝতে চেয়েছিলাম যে কোন ক্ষেত্রে আমাকে কাজ করতে হবে এবং সেই জিনিসগুলির উন্নতিতে মনোনিবেশ করতে হবে। আমি নিজেকে পুরো ফিট করতে প্রতি দিন দু’টি করে সেশন করছি। এবং কঠোর পরিশ্রমও করছি। আর সেটা চালিয়েও যাব।’
For all the latest Sports News Click Here