আহত পাখি সমুদ্রের পারে পড়েছিল, তাঁকে পরম যত্নে কোলে তুলে প্রাণ বাঁচালেন সচিন
একটি পাখি আহত হয়ে সমুদ্রের পারে যন্ত্রণায় ছটফট করছিল। পাশ দিয়ে বহু লোকই যাচ্ছিলেন। কেউ মুখ ফিরিয়ে চলে যান। কেউ বা কিছুক্ষণ থমকে দাঁড়ান, কিন্তু কিছু না করেই সেখান থেকে সরে যান। তবে এমনটা করতে পারেননি সচিন তেন্ডুলকর। আহত পাখিটিকে পরম মমতায়, ভালোবাসায়, যত্নে কোলে তুলে নেন। তাকে সুস্থ করে তুলতে তৎপর হয়ে ওঠেন তিনি। সচিন নিজেই এই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। যা মুহূর্তে ভাইরাল হয়ে যায়।
সচিন যে শুধুমাত্র কিংবদন্তি ক্রিকেটার তা নয়। তাঁর মানবিক দিকটি দেখে মুগ্ধ নেটিজেনরাও। এর আগে সচিনকে রাঁধুনির ভূমিকায় দেখা গিয়েছে। তিনি খুব ভালো রান্না করেন। আবার কখনও বা গাছের পরিচর্চা করতে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা সময় কাটিয়ে দেন তিনি। এ ভাবেই নিজের অবসর যাপন করে থাকেন মাস্টার ব্লাস্টার। এ বার তাঁর মানবিক দিকটি সকলের সামনে আসায় সচিন ভক্তরা রীতিমতো গর্বিত।
আসলে কিছু দিন আগে রাতের দিকেই মুম্বইয়ের সমুদ্র সৈকতে ঘুরতে গিয়েছিলেন সচিন। সেখানেই আহত পাখিটিকে দেখতে পান তিনি। তাঁকে পরম মমতায় কোলে তুলে নেন। পাখিটিকে জল খাওয়ানোর চেষ্টা করেন তিনি। তার পর নিরাপদ একটি জায়গায় এনে খাওয়ার দিতে বলেন। তাঁকে সেই ভিডিয়োতে বলতে শোনা গিয়েছে, ‘ও কী খাবে দানা?’ পাখিটিকে নিজের হাতে খাইয়েও দেন সচিন। পাশাপাশি তিনি পাখিটির চিকিৎসার জন্য উদগ্রীব হয়ে ওঠেন। এমন কী পাখিটির আঘাতের জায়গা ভালো ভাবে দেখার পর তাঁকে বলতে শোনা যায়, ‘ওকে বাঁচাতে হবে।’ এই ঘটনায় পক্ষীপ্রেমী সচিনে মজেছে এখন নেটপাড়া।
For all the latest Sports News Click Here