আস্ত পোকা কচকচিয়ে চিবোচ্ছেন রণবীর! এ হল দীপিকার জন্য অগ্নিপরীক্ষার প্রস্তুতি
দীপিকার জন্য বিরাট অগ্নিপরীক্ষার মুখোমুখি রণবীর সিং! হ্যাঁ, স্ত্রীর জন্য সব অসাধ্য সাধন করতে এক পায়ে খাড়া রণবীর সিং। তাই তো বউয়ের জন্য একটি বিশেষ ফুল আনার অভিযানে নেমেছেন তারকা। ‘রণবীর ভার্সেস ওয়াইল্ড উইথ বিয়ার গ্রিলস’-এর স্ট্রিমিং শুরু আগামিকাল (৮ই জুলাই) থেকে। তার আগে এই শো-এর জন্য রণবীরের প্রস্তুতির ঝলক সামনে এল। সেখানে দেখা গেল গোলাপি রঙা স্যুট পরে খাবারের টেবিলে বসে রণবীর সিং। তবে তাঁর জন্য যে খাবার এল তা দেখতে আপনি ভিরমি খাবেন।
ভিডিয়োতে দেখা যাচ্ছে রণবীরের পাতে দেওয়া হচ্ছে পতঙ্গ। আর সেটি কচকচ করে চিবিয়ে খাচ্ছেন তারকা। আসলে বিয়ার গ্রিলস-এর সঙ্গে দুর্গম পাহাড়ি পথে ‘অমর ফুল’ সংগ্রহের অভিযানের জন্য প্রস্তুতি কি চাড্ডিখানি কথা? তাই এহেন প্রিপারেশন। অনেক কষ্টে পতঙ্গটি চিবিয়ে খেয়ে নেন রণবীর। এরপরই পর্দায় ভেসে উঠে বিয়ার গ্রিলসের সঙ্গে অভিযানে বেরিয়ে আসলে কী খেতে হয়েছে রণবীরকে।
দুর্গম পথে খাবার নেই। বলি তারকা রণবীরকে এই মিশনে বেরিয়ে উদরপূর্তি করতে হবে ম্যাগোট অথবা মরা শুকোরের অণ্ডকোষ খেয়ে! কী খাবেন রণবীর? তা নির্ধারণ করবে দর্শকরা। প্রোমো বলছে এই শো-তে রণবীর কী খাবেন, কোথায় থাকবেন সেই নিয়ে সিদ্ধান্ত নিতে পারবে দর্শক। বোঝাই যাচ্ছে এই শো-তে নতুনত্ব আনতে কোনও খামতি রাখেনি স্ট্রিমিং জায়েন্ট।
এই শো-এর প্রোমোতে রণবীরকে আগেই দীপিকার বলতে শোনা গিয়েছে, ‘সারা পৃথিবী ঘুরলেও আমার মতো প্রেমিক পাবে না’। কঠিন মিশনে নেমে রণবীর কখনও ‘জয় বজরঙ্গবলি’ ধ্বনি তুলছেন , আবার সাপের মুখে পড়ে মহাদেবকে স্মরণ করছেন। দীপিকার জন্য ফুল আনতে গিয়ে নিজের আন্ডারপ্যান্টের পর্যন্ত বলিদান দিয়েছেন। এখন লাখটাকার প্রশ্ন হল সেই ‘অমর ফুল’ কী মিলবে? সেই উত্তর জানতে অপেক্ষা ৮ই জুলাইয়ের।
For all the latest entertainment News Click Here