আসল সময় জ্বলে উঠলেন ১৭.৫ কোটির তারকা, ৪৭ বলে সেঞ্চুরি করে MI-কে টিকিয়ে রাখলেন
ফের শতরান এবারের আইপিএলে। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে শতরান করলেন মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাটার ক্যামেরন গ্রীন। প্রথমবার আইপিএলে শতরান করলেন এই ব্যাটার। মাত্র ৪৭ বলে ৮টি বাউন্ডারি এবং ৮টি ওভার বাউন্ডারির সাহায্য়ে ১০০ রান করেন তিনি। এবারের আইপিএলে বিরাট কোহলি, যশস্বী জয়সওয়াল, বেঙ্কটেশ আইয়ার, প্রভসিমরন সিংদের পাশে নিজের জায়গা করে ফেললেন গ্রীন। তিনি কেরিয়ারে আইপিএল প্রথম শতরান করলেন তিনি। অন্যদিকে এবারের আইপিএলে নবম ব্যক্তিগত শতরান এটি।
এদিন গ্রুপ পর্বের শেষ ম্যাচে নিজেদের ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলতে নামে মুম্বই ইন্ডিয়ান্স। দিন টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন রোহিত শর্মা। বিপক্ষকে প্রথমে ব্যাট করতে পাঠিয়ে বেশ চাপেই পড়ে যায় মুম্বই। ভিভ্রান্ত শর্মা এবং মায়াঙ্ক আগারওয়ালের ব্যাটে ভর করে বড় রানে এগিয়ে যেতে থাকে সানরাইজার্স হায়দরাবাদ। বিভ্রান্ত ৪৭ বলে ৬৯ রান করেন। তাঁর এই ইনিংসটি সাজানো ৯টি বাউন্ডারি এবং ২টি ওভার বাউন্ডারির সৌজন্যে।
বিভ্রান্তর পাশাপাশি দুর্দান্ত ব্যাটিং করেন মায়াঙ্ক আগারওয়ালও। ৪৬ বলে ৮৩ রান করেন তিনি। মায়াঙ্কের এই ইনিংসটি সাজানো ৮টি বাউন্ডারি এবং ৪টি ওভার বাউন্ডারির সৌজন্যে। এই দুই ব্যাটারের বড় রানে ভর করে নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে ২০০ রান তোলে সানরা। গত ম্যাচেও ২০০ রান তুলতে সক্ষম হয় এডেন মার্করামের দল। টুর্নামেন্টের শেষে জ্বলে উঠেছে সানরাইজার্সের ক্রিকেটাররা।
২০১ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নামলে ইশান কিষাণ এবং রোহিত শর্মা শুরুটা ঠিক ঠাক করেন। কিন্তু এই ওপেনিং জুটি বড় রানের পার্টনারশিপে নিয়ে যেতে পারেননি। তারপর নামেন গ্রীন। রোহিতকে সঙ্গে নিয়ে টার্গেটের দিকে এগিয়ে যেতে থাকেন তিনি। গোটা ম্যাচ জুড়ে তাণ্ডব চালালেন এই ব্যাটার। বিপক্ষের বোলারদের নিয়ে কার্যত ছেলেখেলা করেন তিনি। ৮টি বাউন্ডারি এবং ৮টি ওভার বাউন্ডারি মারের এই অজি ব্যাটার। কোনও কিছুর তোয়াক্কা করেননি। মাত্র ১৮ ওভারেই ২ উইকেট হারিয়ে ২০১ রান তুলে ম্যাচ জিতে নেয় মুম্বই ইন্ডিয়ান্স। গ্রীনের এমন ইনিংস দেখে স্বাভাবিক ভাবেই সবাই অবাক হয়েছেন। প্রথম চারে জায়গা করে নিলেও, এখন তাকিয়ে থাকতে হবে আরসিবির দিকে।
(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- https://bangla.hindustantimes.com/sports/ipl)
For all the latest Sports News Click Here