আসল বয়স গোপন রেখেছেন নুসরত? ২০ বছর আগের ছবি ফাঁস হতেই চাঞ্চল্য নেটপাড়ায়
কথায় বলে বয়স কেবলই একটা সংখ্যা! আবার এমনটাও শোনা যায়, নায়িকাদের নাকি বয়স বাড়ে না। এবার বার্থ ডে গার্ল নুসরত ভারুচার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ বলিউডের অন্যতম বিতর্কিত ব্যক্তিত্ব কেআরকে-র। নুসরতের জন্মদিনে শুভেচ্ছা বার্তা জানিয়ে বিতর্ক উস্কে দিলেন নুসরত।
এদিন নুসরতের উদ্দেশে কেআরকে-র বার্তা, ‘৪৫তম জন্মদিনের শুভেচ্ছা। এইভাবেই ফাটিয়ে কাজ করো,আসন্ন ছবি সেলফির জন্য শুভকামনা’। আপাত দৃষ্টিতে এটি শুভেচ্ছা পোস্ট মনে হলেও নায়িকাকে ট্রোল করতেই এই কাণ্ড ঘটিয়েছেন ‘দেশদ্রোহী’ ছবির নায়ক। নিজের মন্তব্যের সমর্থনে নুসরত ভারুচার দু দশক পুরোনো সিরিয়াল ‘কিটি পার্টি’র একটি ছবি পোস্ট করেন কেআরকে। তিনি লেখেন, ‘এটা ২০ বছর পুরোনো ছবি, সেই সময় নুসরতের বয়স ছিল ২৫ বছর’।
কেআরকে-র এই পোস্ট রীতিমতো ভাইরাল। নেটিজেনরা নানান কমেন্ট ভরিয়ে দিচ্ছেন মন্তব্য বাক্স। গুগল সার্চ করলে জানা যায়, নুসরত ভারুচার বয়স ৩৭ বছর। নায়িকা নিজেও তেমনটাই বলে থাকেন। যদিও কেআরকে-র দাবি নায়িকার আসল বয়স ৪৫। নুসরতের ফ্যানেরা রেগে লাল কেআরকে-র উপর। তাঁরা লিখেছেন, ‘নুসরতের বয়স ৩৭ হোক বা ৪৫, এতে তোমার সমস্যাটা কোথায়?’ কেউ কেউ কেআরকে-কে নিজের চরকায় তেল দেওয়ার কথা মনে করিয়েছেন।
একজন ইউজার লিখেছেন, ‘নুসরত আমার আন্টির সহপাঠী, এবং আমার আন্টির বয়স ৩৭’। কেআরকে তো এমনটাও লিখেছেন, ‘কেউ চাইলে স্কুলে গিয়ে নুসরতের সার্টিফিকেট দেখে এসো। ভুল বললে আমি ফিল্ম রিভিউ করাই ছেড়ে দেব’।
২০০২ সালে সম্প্রচারিত হত ‘কিট্টি পার্টি’, এই সিরিয়ালে দীপশিখা নাগপাল, পুনম ধিঁলোন, রাজা মুরাদের মতো অভিনেতাদে দেখা মিলেছে। সিরিয়ালে চিকুর চরিত্রে দেখা মিলেছিল নুসরত ভারুচার।
For all the latest entertainment News Click Here