‘আসল গানটার থেকেও ভালো’, একই মঞ্চে শাহানার সঙ্গে জমিয়ে গান এক শিশুর!
গায়িকা শাহানা বাজপেয়ী এবং সামন্তক সিনহার সঙ্গে মঞ্চে একসঙ্গে গান গাইছে একটি পুঁচকে মেয়ে। সম্প্রতি এমনই এক ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে সামন্তক গিটার বাজাচ্ছেন আর শাহানা মেয়েটির সঙ্গে গান গাইছেন। গাইছেন চন্দ্রবিন্দুর এইটা তোমার গান। তবে মেয়েটি যে অপরিচিত এমনটা কিন্তু নয়। সোশ্যাল মিডিয়ায় তার গুণের জন্য বহু ফলোয়ার আছে তার। কে বলুন তো সে? দিয়াশা বসু।
ফেসবুকের দৌলতে আজকাল কতই না ট্যালেন্ট খুঁজে পাই আমরা। প্রথম প্রথম একটা দুটো নাচ বা গান বা কবিতা পাঠের ভিডিয়ো ভাইরাল হয়ে যায় এঁদের। তারপরই বাড়তে থাকে ফলোয়ার সংখ্যা। বাড়ে পরিচিতিও। এটাই বোধহয় সোশ্যাল মিডিয়ার ম্যাজিক। দূর প্রান্ত হোক কোনও বা প্রত্যন্ত কোনও গ্রাম ট্যালেন্ট এই মাধ্যমে ঠিক নিজের জায়গা খুঁজে নেয়। আর তেমনই একটি ট্যালেন্ট হল দিয়াশা বসু।
দিয়াশা তার এক ব্যক্তির সঙ্গে মাঝে মধ্যেই ফেসবুকে নানা গানের ভিডিয়ো আপলোড করে থাকে। কখনও গিটার বাজিয়ে, কখনও এমনই গান গায় এই পুঁচকে মেয়েটা। তার গানের জাদুতে মুগ্ধ বহু নেটিজেন। প্রচুর ভিউ পায় তার এক একটি ভিডিয়ো। শেয়ারও হয় বহু।
এবার সেই দিয়াশাই শাহানা বাজপেয়ী এবং সামন্তকের সঙ্গে একই মঞ্চে গান গাইল। একটি সাদা রঙের ফ্রক পরে গায়িকার সঙ্গে তালে তাল মিলিয়ে পুরোটাই গাইল সে। যোগ্য সঙ্গত দিলেন সামন্তক।
দিয়াশার প্রোফাইলে এই ভিডিয়ো আপলোড করে লেখা হয়, ‘ইম্প্রম্পটু লাইক শাহানা বাজপেয়ী এবং সামন্তক সিনহার সঙ্গে। ধন্যবাদ দুজনকেই।’ এই ভিডিয়োর ভিউজ সংখ্যা ইতিমধ্যেই ৪৫ হাজার ছাড়িয়ে গিয়েছে। শেয়ার হয়েছে বহু। অনেকেই তাঁদের মতামতও জানিয়েছেন।
এক ব্যক্তি লেখেন, ‘সবসময়ের মতোই আমি এখনও হাসছি। এটা সত্যি একটা আশীর্বাদের মতো যে আমাদের সবার জীবনে এমনটা দিয়াশা আছে।’ আরেক ব্যক্তি লেখেন, ‘অনেক ভালোবাসা পাঠালাম। খুব সুন্দর।’ অন্য এক নেটিজেনের মতে, ‘তোমার এই গানটা আমার আসল গানটির থেকে বেশি ভালো লাগল।’
For all the latest entertainment News Click Here