‘আসন্ন T20 WC-এর ট্রফিটা আমাদেরই হবে’, হুঁশিয়ারি রোহিতের
শুভব্রত মুখার্জি : আর মাত্র কয়েক দিন পরেই সংযুক্ত আরব আমিরশাহী এবং ওমানে বসবে টি-২০ বিশ্বকাপের আসর। বিশ্বকাপের ট্রফি জয়ের অন্যতম দাবিদার বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারত। সেই পরিপ্রেক্ষিতেই বিপক্ষ দলগুলোর প্রতি কার্যত প্রচ্ছন্ন হুঁশিয়ারি দিয়ে রাখলেন ভারতের এই মুহূর্তের অন্যতম শ্রেষ্ঠ ব্যাটসম্যান তথা সহ অধিনায়ক রোহিত শর্মা। রোহিতের সদর্প ঘোষণা, ‘আমরা ট্রফির জন্য আসছি,ট্রফিটা আমাদেরই।’
ভারতীয় দলের সাদা বলের ক্রিকেটের সহ অধিনায়ক কার্যত যুদ্ধের দামামা বাজিয়ে দিলেন বলা যায়। বিশ্বকাপের শিরোপা জয়ের লক্ষ্যে ভারত যে সর্বশক্তি নিয়ে ঝাঁপাবে, তা তিনি স্পষ্ট করে দিয়েছেন। উল্লেখ্য আইসিসি আয়োজিত প্রথম টি-২০ বিশ্বকাপের শিরোপা জিতেছিল ধোনির নেতৃত্বাধীন ভারত। সেই দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন রোহিত শর্মা। নিজের অফিসিয়াল ইনস্টাগ্রামে সেই জয়ের স্মৃতিচারণার সময়েই এই যুদ্ধ ঘোষণা করেন রোহিত।
রোহিত লেখেন, ‘২৪ শে সেপ্টেম্বর ২০০৭ জোহানেসবার্গ কোটি কোটি ভারতীয়ের স্বপ্ন সফল হওয়ার দিন।’
উল্লেখ্য সেই বছর কার্যত অনভিজ্ঞ দল নিয়ে ভারত অসম্ভবকে সম্ভব করে শিরোপা জিতেছিল। রোহিত আর ও লিখেছেন, ‘সে দিন কেউ ভাবেননি অনভিজ্ঞ ক্রিকেটাররা ইতিহাস রচনা করবে। তার পর ১৪ বছর কেটে গিয়েছে। আমরা অনেক ইতিহাস যেমন আরও তৈরি করেছি, ঠিক তেমন আমাদের ব্যর্থতারও মুখ দেখতে হয়েছে। আমরা লড়াই করেছি। স্পিরিটের মধ্যে থেকে খেলাটা খেলেছি। বিশ্বকাপে আমাদের সকলে নিজের সেরাটা উজাড় করে দিয়ে ইতিহাস তৈরিতে বদ্ধপরিকর। আমরা আসছি। ট্রফিটা আমাদের। বাস্তবে রুপ দেওয়ার স্বপ্ন নিয়ে।’
For all the latest Sports News Click Here