আসন্ন T20 বিশ্বকাপে বাংলাদেশের সব থেকে বড় সমস্যা কী? উত্তর দিলেন লিটন দাস
বাংলাদেশ দলের উইকেটরক্ষক ব্যাটার লিটন দাস মনে করেন, টি-টোয়েন্টিতে পাওয়ার হিটিংয়ের ভূমিকা রয়েছে অনেক। তবে সেই জায়গায় পিছিয়ে রয়েছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ হারের পর লিটন বলেন, ‘ভালো ভালো দলের থেকে আমরা পিছিয়ে টি-টোয়েন্টিতে। আমাদের অনেক কাজ করার আছে। আমরা পাওয়ার ক্রিকেট খেলতে পারি না। টি-টোয়েন্টি অনেকে বলে স্কিলের খেলা, অনেকেই বলে টেকনিকের খেলা। আমার কাছে মনে হয় টি টোয়েন্টিতে পাওয়ার হিটিংটা খুব দরকার। আমার মনে হয় এই বিষয়টাতে আমরা অনেক পিছিয়ে রয়েছি।’
ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় সারির দলের বিরুদ্ধে সিরিজ হার। লিটন দুষছেন ব্যাটার। তার মতে, পাওয়ার হিটিং আর বড় ছক্কা মারতে না পারার কারণেই এই অবস্থা। কুড়ি ওভারের ফর্ম্যাটটা যেন এখনও আয়ত্বে আনতে পারেনি বাংলাদেশ। বৃস্পতিবারের ম্যাচের পরে লিটন বলেন, ‘আজকের ম্যাচে হয়তোবা আমাদের বোলারদের প্রয়োগে একটু সমস্যা ছিল। সব বোলার নিজেদের প্রয়োগ ঠিকঠাক করতে পারেনি। আর ওদেরকে ক্রেডিট দিতে হবে যেভাবে ব্যাটিং করেছে পুরান এবং মায়ার্স। খুব ভালো ভালো বলেও ওরা মেরেছে। এই জিনিসটা ওদের প্লাস পয়েন্ট যে ওরা পাওয়ার ক্রিকেট খেলে, আমরা খেলতে পারি না। আমার মনে হয় এই জিনিসটা কাজ করেছে বোলারদের মাথায় যে একটু ১৯-২০ হলেই মেরে দিতে পারে।’
আরও পড়ুন… ‘ব্যাজবল’ নিয়ে মজা করা! এবার মুখ খুললেন ইংল্যান্ডের কোচ ব্রেন্ডন ম্যাককালাম
লিটন দাস আরও বলেছেন, ‘তারা জেনেটিক্যালি অনেক পাওয়ারফুল, যেটা আমি না বা আমাদের টিমের কেউই নয়। তারা চাইলে বড় গ্রাউন্ডসের ওপর দিয়ে ছয় মেরে দিতে পারে যেটা আমি বা আমাদের টিমের কেউই করতে পারবে না। আমরা সব সময় চেষ্টা করি চার মারার জন্য। আপনারা দেখবেন, আমাদের কিন্তু চারই বেশি হয়। ওরা ছয় বেশি মারে। এই পার্থক্যটা সবসময় থাকে।’
আরও পড়ুন… ‘ব্যাজবল’ নিয়ে মজা করা! এবার মুখ খুললেন ইংল্যান্ডের কোচ ব্রেন্ডন ম্যাককালাম
লিটন দাস আরও বলেন, ‘বিশ্বকাপ অস্ট্রেলিয়ায় খেলা হবে, সেখানে মাঠ অনেক বড় থাকবে। এই জিনিসটা আমাদের অনেক ভোগাবে। আমরা যত পারব অনুশীলন করব, গেম খেলব, এই জিনিসটা যত তাড়াতাড়ি উন্নতি করতে পারি, আমরা ভালো আত্মবিশ্বাস নিয়ে যেতে পারব বিশ্বকাপে।’
For all the latest Sports News Click Here