আসছে মাইকেল জ্যাকসনের বায়োপিক, কিংবদন্তি পপ তারকার চরিত্রে তাঁরই ভাইপো জাফর
বিশ্বখ্যাত পপ তারকা মাইকেল জ্যাকসন। তাঁকে বলা হয় ‘কিং অফ পপ’। ২০০৯ সালের ২৫ জুন না ফেরার দেশে পাড়ি দেন পপ সম্রাট। মৃত্যুর এত বছর পরও তিনি সমান জনপ্রিয় ভক্তদের কাছে। এবার রুপোলি পর্দায় আসছে কিংবদন্তি শিল্পীর বায়োপিক। হলিউড পরিচালক আন্তোয়েন ফুকওয়া পপ সম্রাটের জীবন অবলম্বনে পর্দায় মাইকেল জ্যাকসনের জীবনী তুলে ধরবেন। যার নাম ‘মাইকেল’।
লায়ন্সগেট প্রযোজিত এই ছবিতে মাইকেল জ্যাকসনের চরিত্রে অভিনয় করতে চলেছেন তাঁর ভাইপো জাফর জ্যাকসন। জানা গিয়েছে, মাইকেল জ্যাকসনের জীবনের অনেক অজানা অধ্যায় তুলে ধরা হবে সিনেমাটিতে। দেখানো হবে তার বিখ্যাত কিছু পারফর্মেন্স। সিনেমাটি প্রযোজনা করবেন গ্র্যাহাম কিং। চিত্রনাট্য লিখেছেন তিনবার অস্কারে মনোনয়ন পাওয়া জন লোগান। আরও পড়ুন: কেএল রাহুল ‘নম্র’, ওঁকে পেয়ে আথিয়া ভাগ্যবান, জামাই প্রসঙ্গে বললেন সুনীল শেট্টি
পরিচালক আন্তোয়েন ফুকওয়া নেটমাধ্যমের পাতায় জাফরের মুনওয়াকের একটি ছবি শেয়ার করে জানিয়েছেন বায়োপিকে মাইকেল জ্যাকসনের জুতোয় পা গলাবে তাঁর ভাইপো জাফর জ্যাকস। ‘মাইকেল’-এর অন্যতম প্রযোজক গ্রাহাম কিং। বছর দুয়েক আগে জাফরের সঙ্গে দেখা করেছিলেন তিনি। গোটা দুনিয়া জুড়ে মাইকেলের চরিত্রের জন্য অভিনেতার খোঁজ চলছিল। এ প্রসঙ্গে গ্রাহাম জানিয়েছেন, ‘জাফারকে আমি প্রথম দেখি দু’বছর আগে। আমি মুগ্ধ হয়ে গিয়েছিলাম। এতটা মিল কী ভাবে হতে পারে। অদ্ভুতভাবে মাইকেলের ব্যক্তিত্বই যেন ফুটে ওঠে জাফারের মধ্যে।’
বায়োপিক প্রসঙ্গে পপ তারকার মা ক্যাথরিন জ্যাকসন আন্তার্জাতিক সংবাদ সংস্থার কাছে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, ‘জাফারকে দেখলেই আমার ছেলের কথা মনে পড়ে, ওদের দেখতে প্রায় একই রকম। আমার পরিবারের বিনোদনের ধারাকে ও এগিয়ে নিয়ে যাবে, এটা দেখতে অধীর অপেক্ষায় থাকবো।’ ছেলের চরিত্রে অভিনয় করতে চলেছেন তাঁর নাতি, তা শুনেই খুশি মাইকেল জ্যাকসনের মা ক্যাথরিন জ্যাকসন।
সঙ্গীতশিল্পী জেরমাইন জ্যাকসনের দ্বিতীয় সন্তান জাফর জ্য়াকসন। ২০১৯ সালে ‘গট মি সিঙ্গিং’ গানের মাধ্যমে পপ দুনিয়ায় পা রেখেছেন জেরমাইন জ্যাকসনের ছেলে জাফর। শুধু শিল্পসত্ত্বা নয়, শিশুদের অত্যাচারের মতোও রটনা ও ঘটনা ঘিরে রয়েছে কিংবদন্তিকে ঘিরে। তাঁর মৃত্যু পর্যন্ত যেগুলি নিয়ে চর্চা চলেছিল। মাইকেলের সেই সব বিতর্কিত দিকও থাকবে তাঁর বায়োপিক জুড়ে। সব কিছু চূড়ান্ত হয়ে গেলে চলতি বছর থেকেই শুরু হবে মাইকেল জ্যাকসনের বায়োপিকের কাজ।
For all the latest entertainment News Click Here