আসছে ‘ফ্যালকন’-এর নয়া ছবি, ‘অ্যাভেঞ্জার্স’ ছবি খ্যাত তারকার বিপরীতে প্রিয়াঙ্কা!
গ্লোবাল আইকন প্রিয়াঙ্কা চোপড়া। গত বছর, বিখ্যাত হলিউড সিরিজ ‘ম্যাট্রিক্স’-এর চার নম্বর ছবি ‘দ্য ম্যাট্রিক্স রিসারেকশন’ (The Matrix Resurrections)-এ সিনেমায় দেখা গিয়েছিল তাঁকে। এবার বিশ্ববিখ্যাত হলিউডি ছবি ‘অ্যাভেঞ্জার্স’ খ্যাত তারকা অ্যান্থনি ম্যাকি অভিনীত নয়া ছবি ‘এন্ডিং থিংস’-এ কাজ করতে চলেছেন প্রিয়াঙ্কা। জোর খবর, এই ছবিতে অ্যান্থনির বিপরীতে দেখা যাবে ‘পিগি চপস’-কে। প্রসঙ্গত,’অ্যাভেঞ্জার্স’ ছবির সিরিজে ‘ফ্যালকন’ ওরফে স্যাম উইলসন-এর চরিত্রে অভিনয় করে প্রভূত খ্যাতি অর্জন করেছেন অ্যান্থনি ম্যাকি।
জানা গেছে, ১৯৯৪ সালে জেমস ক্যামেরন পরিচালিত ও আর্নল্ড শোয়ার্জেনেগার অভিনীত বিখ্যাত অ্যাকশন কমেডি ছবি ‘ট্রু লাইজ’-এর মতো হতে চলেছে এই ছবি। ‘এন্ডিং থিংস’-এর পরিচালনায় দায়িত্বে রয়েছেন কেভিন সুলিভান। প্রসঙ্গত উল্লেখ্য, কিছুদিন আগে ‘অ্যাভেঞ্জার্স’ ছবি খ্যাত পরিচালক জুটি রুশো ব্রাদার্স প্রযোজিত থ্রিলার সিরিজ ‘সিটাডেল’-এর শ্যুটিং শেষ করেছেন।
প্রসঙ্গত, প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত ‘ ‘দ্য ম্যাট্রিক্স রিসারেকশন’ ছিল করালানা ওয়াচোস্কি পরিচালিত দ্য ম্যাট্রিক্স ফ্র্যাঞ্চাইজির চতুর্থ ছবি। এই ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন হলি-তারকা কিয়ানু রিভস। প্রিয়াঙ্কার চরিত্রটি কেন্দ্রীয় না হলেও গুরুত্বপূর্ণ। তবে স্ক্রিনে সময়সীমা কম। অন্যদিকে, সেলিন ডিওন এবং স্যাম হিউগানের পাশাপাশি প্রিয়াঙ্কাকে ‘টেক্সট ফর ইউ তে’-ও দেখা যাবে।
For all the latest entertainment News Click Here