আশা করেছিলাম ২০২২বার্মিংহাম টেস্টে রোহিতের জায়গায় কোহলি নেতৃত্ব দেবেন- শাস্ত্রী
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল ২০২৩) -এর ১৬তম আসরে বিরাট কোহলি তিনটি ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (আরসিবি) অধিনায়কত্ব করেছেন। ফ্যাফ ডু প্লেসি এই ম্যাচ গুলোতে পুরোপুরি ফিট ছিলেন না, যে কারণে তিনি ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে খেলেছেন এবং বিরাট কোহলি অধিনায়কত্বের দায়িত্ব সামলেছেন। এরপরেই প্রশ্ন উঠছে তাহলে কি বিরাট কোহলিকে আবার আন্তর্জাতিক ক্রিকেটে অধিনায়কত্ব করতে দেখা যাবে? এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য টিম ইন্ডিয়ার প্রাক্তন প্রধান কোচ রবি শাস্ত্রীর চেয়ে ভালো আর কেউ হতে পারেন না।
আরও পড়ুন… চোটের কবলে স্টোকস-আর্চার-ধাওয়ান, দেশে ফিরেছেন উড! এই ১০ তারকাকে IPL 2023 সেভাবে দেখাই গেল না
রবি শাস্ত্রী বলেছিলেন যে ইংল্যান্ডের বিরুদ্ধে বার্মিংহাম টেস্টে বিরাট কোহলির দলের দায়িত্ব নেওয়া উচিত ছিল। যখন রোহিত শর্মা কোভিড -১৯ পজিটিভ হওয়ার কারণে খেলতে পারেননি। সেই সময়ে তাঁর জায়গায় জসপ্রীত বুমরাহকে দলের দেওয়া হয়েছিল। রবি শাস্ত্রী প্রশ্ন করেছিলেন যে বিরাট কীভাবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২১-২৩ -এর ফাইনাল ম্যাচে টিম ইন্ডিয়ার নেতৃত্ব দেবেন। শাস্ত্রী বলেছিলেন যে অধিনায়ক রোহিত শর্মার তো রয়েছেন। এমন অবস্থায় বিরাট কী করে দলের নেতৃত্ব পাবেন। তবে হ্যা রোহিতের ফিটনেস নিয়ে সমস্যা হলে সেক্ষেত্রে বিরাটের নাম ভাবা যেতে পারে। তবে শাস্ত্রী এটিও বলেছেন যে ঈশ্বর যেন না করুক এমনটা হয় অর্থাৎ রোহিত যেন ফিট থাকেন।
আরও পড়ুন… বাটলার বা সঞ্জু নয়, ধোনির গলায় শোনা গেল রাজস্থানের এই দুই তরুণ তারকার প্রশংসা
ইএসপিএনক্রিকইনফোতে রবি শাস্ত্রী বলেছেন, ‘আমার মনে হয়েছিল যে বার্মিংহাম টেস্টে যখন রোহিতের কোভিড পজিটিভ হয়েছিল, তখন বিরাটের অধিনায়কত্ব করা উচিত ছিল। আমি যদি রাহুল দ্রাবিড়ের পরিবর্তে প্রধান কোচ হতাম, আমিও তাই করতাম, আমি জানি না এটা নিয়ে কী আলোচনা হয়েছে, কারণ আমি দ্রাবিড়ের সঙ্গে আলোচনা করিনি। তিনি যদি অধিনায়কত্ব করতেন তবে এটি নিখুঁত হত কারণ তার নেতৃত্বে আমরা ইংল্যান্ডে টেস্ট সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে ছিলাম এবং আমি মনে করি তিনি এই ভূমিকার জন্য সেরা ফিট ব্যক্তি ছিলেন। কোনও বিদেশি দল একই বছরে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডে টেস্ট সিরিজ জিতেছে, সম্ভবত ভারতের সামনে এমন কৃতিত্ব গড়ার সুযোগ ছিল।’ ভারত ইংল্যান্ডের বিরুদ্ধে বার্মিংহাম টেস্ট হেরেছিল, যে কারণে পাঁচ ম্যাচের সিরিজ ২-২ ড্রয়ে শেষ হয়েছিল।
(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- https://bangla.hindustantimes.com/sports/ipl)
ইএসপিএনক্রিকইনফো উপস্থাপক বলেছেন যে মহেন্দ্র সিং ধোনি এশিয়া কাপের সময় একবার অধিনায়কত্ব করার সুযোগ পেয়েছিলেন এবং তারপরে তিনি কিছু মাইলফলকও পেয়েছিলেন, তাই দেখে মনে হচ্ছে বিরাটের সঙ্গে এমন কিছু ঘটতে পারে ডব্লিউটিসিতে, যেখানে বুমরাহ ও কেএল নেই? রাহুল সহ-অধিনায়ক নন এবং আর অশ্বিন প্লেয়িং ইলেভেনের অংশ হবেন কিনা তা স্থির করা হয়নি, তাই বিরাট অধিনায়ক হতে পারেন নাকি এটি অতীতের বিষয়। এই বিষয়ে শাস্ত্রী বলেন, ‘মোটেই না, এটা যদি এত বড় খেলা হয়, আপনি রোহিতকে ফিট চান কারণ তিনি অধিনায়ক, ঈশ্বর না করুন, এমন কিছু ঘটুক। কিন্তু যদি এমন পরিস্থিতি হয়, তখন আমি সেই দিকেই যেতে চাইব। আমি অবশ্যই সেই দিকে যাব।’
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest Sports News Click Here