আশা করি পরের ম্যাচে আপনি শতরান করবেন, ইশানকে এ ভাবেই সান্ত্বনা দিলেন শ্রেয়স
ভারত বনাম দক্ষিণ আফ্রিকার একদিনের সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে টিম ইন্ডিয়া। এই ম্যাচে ঝোড়ো সেঞ্চুরি করেছেন শ্রেয়স আইয়ার। একই সঙ্গে দারুণ একটি ইনিংস খেলেছিলেন ইশান কিষাণও। এবার নিজের সেঞ্চুরির রহস্য থেকে পর্দা তুললেন শ্রেয়স আইয়ার। ইশান কিষাণকে একটা বড় কথা বলেছেন তিনি। চলুন জেনে নিই সেই সম্পর্কে।
বিসিসিআই-এর পোস্ট করা এই সাক্ষাৎকারে শ্রেয়স আইয়ারকে শতরান করার জন্য শুভেচ্ছা জানিয়েছিলেন ইশান কিষাণ। যার জবাবে শ্রেয়স আইয়ার বলেন,‘ধন্যবাদ ইশান।’ এরপরে শ্রেয়সের সেলিব্রেশন সম্পর্কে জানতে চান ইশান। শ্রেয়স বলেন,‘সেলিব্রেশনে সে রকম কিছু ছিল না। আমি ভেবেছিলাম সাধারণ ভাবেই সেলিব্রেশন করব। কিন্তু মাঠের দর্শকরা যে ভাবে উচ্ছ্বসিত হয়েছিল তাতে ভেসে যাই আমি।’
আরও পড়ুন… আমার মত দ্রুত ছক্কা কেউ মারতে পারবেন না, ইশানের বক্তব্য ঘিরে সোশ্যাল মিডিয়ায় ঝড়
এরপরে ইশান জিজ্ঞাসা করেন,‘আমার ঘরের মাঠে তুমি শতরান করলে সেটা কেমন লাগছে? তুমি দেখো আমি আমার ঘরের মাঠে নিজের শতরান হাতছাড়া করলাম। কিন্তু এটা দেখে ভালো লাগছে যে তুমি শতরান করেছ।’ উত্তরে শ্রেয়স বলেন,‘পরের ম্যাচে হয়তো তুমি শতরান করবে।’
বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)এর টুইটার হ্যান্ডেলে প্রকাশিত ভিডিয়োতে শ্রেয়স আইয়ার ও ইশান কিষাণের বক্তব্যে এবার আসে ছক্কার প্রসঙ্গ। শ্রেয়স আইয়ার বলেন, ‘উল্টো দিকে দাঁড়িয়ে থেকে তোমায় ছক্কা মারতে দেখে বেশ ভালো লাগছিল। উল্টো দিকে দাঁড়িয়ে থেকে বল স্ট্যান্ডে যেতে দেখে বেশ ভালোই লাগছিল।’ এর উত্তরে ইশান কিষাণ বলেন,‘আমি আমার কাজ করছিলাম। আমি শুধু ভাবছিলাম যে দলের জন্য রান করতে হবে। আমার পরিকল্পনা ছিল চাপটাকে কমা করতে হবে। এবং চাপটা প্রতিপক্ষকে দিতে হবে।’
এরপরে ইশানের ইনিংস নিয়ে শ্রেয়স আইয়ার বলেন,’আমি আপনার সঙ্গে কথা বলতে চেয়েছিলাম কিন্তু আপনি খুব আক্রমণাত্মক মেজাজে ছিলেন এবং ব্যাটিং করছিলেন,তাই আমি আর হস্তক্ষেপ করিনি।’ শ্রেয়স আইয়ার বলেন,‘যাই হোক না কেন,আমরা ম্যাচ জিতেছি এবং জয় দিয়ে শেষ করেছি। আশা করি পরের ম্যাচে সেঞ্চুরি করবেন। আপনি যখন সেঞ্চুরি মিস করেছেন তখন আমি হতাশ হয়েছিলাম।’ শ্রেয়স আইয়ার এই মুহূর্তে তাঁর ক্যারিয়ারের সেরা ফর্মে রয়েছেন। শেষ ছয় ওয়ানডেতে চারটি হাফ সেঞ্চুরি ও একটি সেঞ্চুরি করেছেন তিনি।
আরও পড়ুন… T20 WC 2022-এ ভারতীয় দলের ১৫ নম্বর সদস্য কে হবেন? ইঙ্গিত দিলেন BCCI সভাপতি
ওয়ানডেতে দ্বিতীয় সেঞ্চুরি পূর্ণ করার পর শ্রেয়স আইয়ারকে কীভাবে সেলিব্রেট করা হয়েছে সে সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ‘আমি উদযাপন করার কোনও উপায় ভাবিনি, এটা স্বাভাবিকভাবেই ঘটেছে। দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানাতে চেয়েছিলাম। তারা প্রচুর সংখ্যায় এখানে এসেছেন এবং পরিবেশটি উত্তেজনায় পূর্ণ ছিল।’ এদিনের ম্যাচে ১১৩রানের ইনিংস খেলেন শ্রেয়স আইয়ার। একই সঙ্গে ৯৩ রান করেছিলেন ইশান কিষাণ।
For all the latest Sports News Click Here