‘আশা করি আপনারা দেখছেন!’, ফাল্গুনীর গানের রিমেক করে সহকর্মীর তোপের মুখে নেহা
রিমেক তাঁর বরাবরই প্রিয়। নেহা কক্করের গাওয়া গানের তালিকায় চোখ রাখলেই তা স্পষ্ট হয়ে যায়। সম্প্রতি ফাল্গুনী পাঠকের ‘ম্যায়নে পায়েল হ্যায় ছানকাই’ গানটিকে নয়া মোড়কে মুড়ে পেশ করেছিলেন তিনি। আর তাতেই বিপত্তি। সিংহ ভাগ শ্রোতা তো বটেই, নেহার ‘গানের গুঁতো’য় চটেছিলেন ফাল্গুনী স্বয়ং। এ বার এই রিমেকের বিষয়টি নিয়ে ক্ষোভ উগরে দিলেন নেহার আরও এক সহকর্মী। গায়িকা সোনা মহাপাত্র।
সোনা মনে করছেন, নিছক সৃষ্টিশীলতার অভাবেই পুরনো সময়ের গানগুলি রিমেক করা হচ্ছে। টুইটারে তিনি লিখেছেন, ‘যে সব মিউজিক লেবেল এবং বলিউডের প্রযোজক শর্ট কাটের সাহায্য নিয়ে সৃষ্টিশীল মানুষদের ধ্বংস করছেন, রিমেক, রিমিক্স বানাচ্ছেন, ফাল্গুনী পাঠকের গান নিয়ে মানুষের এই ক্ষোভ তাঁদের নজর এড়ায়নি বলেই আশা করছি।’
নয়ের দশকে ফাল্গুনীর ‘ম্যায়নে পায়েল হ্যায় ছানকাই’ শ্রোতাদের মন ছুঁয়েছিল। এত বছর পরেও সেই গানের সুর অমলিন। সেই গানকেই নতুন ভাবে সামনে এনেছিলেন নেহা। নাম রেখেছিলেন ‘ও সাজনা’। তবে তাঁর এই প্রচেষ্টা শ্রোতাদের মন ছুঁতে পারেনি। এ বিষয়ে ফাল্গুনী বলেন, ‘তিন-চার দিন আগে গানটির রিমেক শুনলাম। প্রথমে মনে হল, গানটি খুবই খারাপ। মনে হচ্ছিল, বমি করে ফেলব।’
(আরও পড়ুন: ‘ইচ্ছে করছে নেহার বিরুদ্ধে মামলা করতে’, অনুমতি না নিয়েই রিমেক, ক্ষুব্ধ ফাল্গুনী)
তবে এ সব নিয়ে ভাবিত নন নেহা। তিনি জানিয়ে দিয়েছেন, কোনও ধরনের নেতিবাচকতাই ছুঁতে পারবে না তাঁকে। তাঁর কথায়, ‘আমি ঈশ্বরের সন্তান। তিনিই আমাকে খুশি রাখবেন। যাঁরা আমার সাফল্য দেখে অখুশি, তাঁদের জন্য আমি দুঃখিত। আপনারা খারাপ মন্তব্য করতে থাকুন। আমি সেগুলি মুছব না।’
For all the latest entertainment News Click Here