আশঙ্কার মেঘ ব্রাজিল শিবিরে, জালিয়াতির দায়ে ৫ বছরের জেল হতে পারে নেইমারের!
শুভব্রত মুখার্জি: কাতার বিশ্বকাপের আগেই কি চাপে পড়ে গেল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল দল। তাদের দলের এই মুহূর্তে সেরা তারকা নেমার জুনিয়র। দলের আক্রমণভাগের স্তম্ভ তিনি। সেই তিনিই নাকি জালিয়াতির দায়ে যেতে পারেন জেলে! ৫ বছরের কারাদন্ড হতে পারে নেইমারের! এমন আশঙ্কাই মাথাচাড়া দিয়েছে প্যারিস সেন্ট জার্মাইনের হয়ে খেলা তারকা ফুটবলার নেমারকে নিয়ে।
বিশ্বকাপের আগেই ৫ বছরের জন্য জেলে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে নেমারকে নিয়ে। আইনি মারপ্যাঁচের মুখে পড়ে গিয়েছেন ব্রাজিলীয় সুপারস্টার নেমার। উল্লেখ্য ২০১৩ সালে ব্রাজিলের জনপ্রিয় ক্লাব স্যান্টোস থেকে বার্সেলোনায় গিয়েছিলেন নেইমার। আর তার এই চুক্তির সময়কালেই অনেক কিছু লুকিয়েই নাকি কর ফাঁকি দিয়েছিলেন তিনি। সঙ্গে তার দোসর ছিল তার ক্লাব বার্সেলোনা। সেই কারণেই আগামী সপ্তাহে স্পেনের আদালতের কাঠগড়ায় হাজির হতে হবে নেমারকে। সূত্রের খবর এখন পর্যন্ত যা অবস্থা তাতে করে তথ্যপ্রমাণ সবকিছুই নেমারের বিরুদ্ধে রয়েছে।
নেইমার এবং বার্সেলোনা ক্লাবের ব্যাপারে অভিযোগ জানানো হয়েছিল ব্রাজিলিয়ান ইনভেস্টমেন্ট ফার্ম ডিআইএসের তরফে। তারা জানিয়েছে তারা নেইমারের ৫ বছরের কারাদন্ডের বিষয়ে অর্থাৎ তার বিরুদ্ধে শাস্তির বিষয়ে আবেদন করবে। আদালতের কাঠগড়ায় আবেদন জানানো হবে বার্সেলোনা ক্লাবের বিপক্ষেও। বার্সার তৎকালীন দুই সভাপতি হোসে মারিয়া বার্তেমিউ এবং সান্দ্রো রোসেলকে এই মামলায় আদালতে হাজিরা দিতে হবে। আদালতে উপস্থিত হতে হবে স্যান্টোসের তৎকালীন সভাপতি ওদিলিও রদ্রিগেজকেও।
মূল অভিযোগ নেমার যখন স্যান্টোসে ছিলেন তখন তার স্বত্বের ৪০ শতাংশের মালিক ছিল অভিযোগকারী সংস্থা। কিন্তু বার্সেলোনায় আসার সময় নেইমারের স্বত্বের মালিকানার সেই ৪০ ভাগের সঠিক প্রাপ্য অর্থ পায়নি ডিআইএস। নেইমারের ট্রান্সফারের সঠিক অর্থমূল্য কখনওই প্রকাশ করা হয়নি বার্সেলোনা ক্লাব বা নেমারের তরফে। নেইমার তার বিরুদ্ধে ওঠা অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন। উল্লেখ্য ২০১৭ সালে একবার তার আবেদন খারিজ করেছিল স্প্যানিশ হাইকোর্ট। এরপরই এই অভিযোগ সম্পর্কে ট্রায়ালের কথা ঘোষণা করে আদালত।
নেইমারের আইনজীবী বেকার ম্যাকেঞ্জি রয়টার্সকে জানান, তারা স্প্যানিশ আদালতের কাছে আবেদন জানাবেন এই মর্মে যে নেমারের পরিবারের প্রতি পরিচালিত এই মামলায় যথেষ্ট প্রমাণাদির অভাব রয়েছে। অন্যদিকে আবার স্পেনের সরকার পক্ষের আইনজীবিরা চাইছেন নেইমারের কারাদন্ড এবং পাশাপাশি ১০ মিলিয়ন ইউরোর আর্থিক জরিমানা। বার্সার প্রাক্তন সভাপতি সান্দ্রো রোসেলের ৫ বছরের কারাদন্ডের পাশাপাশি ১৪৯ মিলিয়ন ইউরো জরিমানা করার দাবিও জানানো হয়েছে।
For all the latest Sports News Click Here