আল ইত্তিহাদের বিরুদ্ধে হেরে সৌদি সুপার কাপ থেকে বিদায় রোনাল্ডোর আল নাসেরের
সৌদি সুপার কাপ থেকে ছিটকে গেল ক্রিশ্চিয়ানো রোনান্ডোর নতুন দল আল নাসের। আল ইত্তিহাদের সঙ্গে সেমিফাইনালে মুখোমুখি হয় আল নাসের। ৩-১ গোলে হারতে হয় সিআর সেভেনের দলকে।
ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ছাড়ার পর নতুন ক্লাবের হয়ে দ্বিতীয় ম্যাচ খেলতে নামেন রোনাল্ডো। কিন্তু দলকে জেতাতে পারলেন না তিনি। হারের সম্মুখীন হতে হল রোনান্ডোকে। কিং ফাহাদ আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু থেকেই ম্যাচে ছিলেন রোনান্ডো। তবে বিশেষ কিছু করতে পারেননি তিনি। ম্যাচের ১৫ মিনিটের মাথায় আল ইত্তিহাদের হয়ে প্রথম গোল করেন রোমারিনহো। তারপর আল নাসের কয়েকবার চেষ্টা করেও ব্যবধান কমাতে পারেনি। ম্যাচের প্রথমার্ধ শেষ হওয়ার কিছুক্ষণ আগে অর্থাৎ ৪৩ মিনিটের মাথায় দ্বিতীয় গোল করে ব্যবধান বাড়ান আবদেরাজ্জাক। ২-০ তে পিছিয়ে পড়ে ক্রিশ্চিয়ানো রোনান্ডোর দল।
হাফ টাইমের পর ম্যাচে ফিরে আসার চেষ্টা চালায় আর নাসের। ৬৭ মিনিটে গোল করেন নাসেরের তালিস্কা। ২-১ হয় ফলাফল। তবে ম্যাচের নির্ধারিত সময়ের পর ইঞ্জুরি টাইমে ফের গোল করে ইত্তিহাদ। এই গোলে রোনাল্ডোদের ম্যাচ জয়ের স্বপ্ন শেষ হয়ে যায়।
ম্যাচের বল বেশিরভাগ দখলে ছিল রোনান্ডোদের। নিজেদের মধ্যে বেশি পাস খেলেন তারা। শটও নিয়েছেন বেশি। কিন্তু ম্যাচে শেষ হাসি হাসে আল ইত্তিহাদ। রোনাল্ডোকে সামনে রেখে ১-৪-২-৩-১ ফর্মেশনে দল সাজান আল নাসেরের কোচ। আল ইত্তিহাদও একই ফর্মেশনে দল নামায়।
ট্রফির জন্য আরও অপেক্ষা বেড়ে গেল ক্রিশ্চিয়ানোর। তিনি শেষবার কোনও বড় ট্রফি জিতেছেন দুই বছর আগে জুভেন্তাসের হয়ে। তারপর থেকে ট্রফির খরা চলছে তাঁর। পুরনো ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে ফিরে গিয়েও বিশেষ কিছু লাভ হয়নি। বরং জড়িয়েছেন বিতর্কে। ম্যানেজমেন্টের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ায় দল ছাড়েন তিনি। রেকর্ড অর্থে যোগ দিয়েছেন সৌদির আল নাসেরে। সেখানেও বিপর্যয়। আল নাসেরে যোগ দিয়ে তিনি আশা করেছিলেন ট্রফির খরা মেটাতে পারবেন। তবে তার জন্য আরও অপেক্ষা করতে হবে রোনান্ডোকে।
অন্যদিকে সৌদি সুপার কাপের ফাইনালে মুখোমুখি হবে আল-ইত্তিহাদ ও আল-ফেইহার।
For all the latest Sports News Click Here