আলিয়া আর হবু সন্তানের জন্য বড় সিদ্ধান্ত রণবীরের, যা শুনে আপনিও তারিফ করবেন
বুধবার ছিল আলিয়া ভাট আর রণবীর কাপুরের সাধের অনুষ্ঠান। খবর বলছে, হয়তো বছরের শেষেই মা হবেন আলিয়া। আর নতুন সদস্যর দেখভালে যাতে কোনও খামতি না থাকে তা নিশ্চিত করতে এখন থেকেই উঠেপড়ে লেগেছে রণবীর কাপুর। একটা লম্বা ছুটিও নাকি নিতে চলেছেন তিনি।
ETimes-এর প্রতিবেদন অনুসারে অক্টোবরের মাঝামাঝি অ্যানিমেলের শ্যুট ফের শুরু করে দেবেন রণবীর। তবে তিনি চাইছেন সেই কাজ জলদি শেষ করতে। আর তারপরই নেবেন লম্বা বিরতি। শুধু সন্তান না, সদ্য মা হওয়া আলিয়ারও খেয়াল রাখতে হবে যে। আপাতত লাভ রঞ্জনের এই সিনেমার কাজ শেষ করলে হাতে আর কোনও ছবি নেই কাপুর নন্দনের। জি লে জারা ছাড়া আলিয়ার হাতও খালি। ঘরে নতুন সদস্যকে স্বাগত জানাতে দুজনেই তৈরি।
এপ্রিলে বিয়ে করেন রণবীর আর আলিয়া। জুন মাসে মা হওয়ার খবর দেন অভিনেত্রী। প্রেগন্যান্সির গোটা সময়টাই চুটিয়ে কাজ করেছেন। শেষ করেছেন নিজের হলিউড ডেবিউ ‘হার্ট অফ স্টোন’-এর কাজ। দেশে ফিরে প্রচার করেন ‘ডার্লিংস’ ছবির। তারপর করেন ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ছবিরও শ্যুট। আর ‘ব্রহ্মাস্ত্র’-র জন্য দেশের নানা প্রান্তে দৌড়ে প্রচার তো ছিলই।
হবু মা-এর জন্য ‘সাধ’-এর অনুষ্ঠানের আয়োজন করলেন নীতু কাপুর ও সোনি রাজদান। সাধের অনুষ্ঠানে ঘেরওয়ালা হলুদ সালোয়ার কামিজে দ্যুতি ছড়ালেন আলিয়া, সঙ্গে জরি পাড় হলুদ পাজামা ও ম্যাচিং ওড়না। হবু মায়ের মাতৃত্বকালীন জেল্লা ছিল দেখার মতো। অতিথি হিসেবে এসেছিলেন অয়ন মুখোপাধ্যায়, করণ জোহর, করিশ্মা কাপুর, মহেশ ভাট, অগস্ত্য নন্দা, শ্বেতা নন্দা বচ্চনরা
For all the latest entertainment News Click Here