আলিয়ার মা হওয়ার খবরে ‘আফসোস’ বার্তা কন্ডোম কোম্পানির,‘আমরা সত্যিই ছিলাম না..’
বিয়ের পর তিন মাস কাটেনি। এর মধ্যেই মা হতে চলেছেন আলিয়া ভাট। সংশয়, আনন্দের দোলাচলে নেটপাড়া। কেরিয়ারের মধ্যগগণে এত জলদি মা হওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলবেন আলিয়া ভাট, তা কল্পনাও করেননি কেউ। তবে সোমবার এটাই বি-টাউনের হটেস্ট খবর। তবে এত আনন্দ, উদযাপনের মাঝেই ‘রণলিয়া’র জন্য একদম হটকে বার্তা। এক কন্ডোম সংস্থার তরফে মজাদার বার্তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা রণবীর-আলিয়ার তরফে।
কাপুর খানদানে নতুন মেহমান আসবার খবরে কন্ডোম সংস্থা ‘ডিউরেক্স’ লিখল,’ প্রিয় রণবীর,আলিয়া… মেহফিল মে তেরি… হাম তো ক্লিয়ারলি নহি থে…’। সঙ্গে আরও লেখা হয়, ‘The JOMO is Real’। রণবীর-আলিয়ার মাঝে উপস্থিত না থাকবার দুঃখ প্রকাশ করে তাঁরা জানায় ‘অভিনন্দন’। এই টুইট হু হু করে ভাইরাল নেটপাড়ায়। ওই কন্ডোম সংস্থার সোশ্যাল মিডিয়া ম্যানেজারদের রসবোধের প্রশংসা করছেন সকলে।
করণ জোহর পরিচালিত ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এর আসল গানের লাইন ছিল, ‘মেহফিল মে তেরে, হাম না রহে তো, গম তো নহি হ্যায়..’। সেই গানের লাইন তুলেই এই জুটিকে বিয়ের শুভেচ্ছা জানিয়েছিল এই সংস্থা। সেখানে লেখা ‘গম’-এর জায়গায় ‘ফান’ লেখা হয়েছিল। লাইনটি ছিল, ‘ডিয়ার রণবীর অ্যান্ড আলিয়া… মেহেফিল মে তেরে, হাম না রহে তো… ‘ফান’ তো নহি হ্যায়। আজ প্রমাণিত তাঁদের ‘উপদেশ’ এতটুকুও মানেনি রণবীর-আলিয়া। কেউ কেউ তো মজা করে টুইটের নীচে লিখেছেন, ‘ভাগ্যিস আপনাদের উপদেশ মানেননি, তাই তো এত জলদি জুনিয়র কাপুরের আগমন বার্তা এল’।
সোমবার সকালে ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন আলিয়া ভাট। সেখানে দেখা যাচ্ছে, তিনি চিকিৎসকের চেম্বারে। পরীক্ষা করাচ্ছেন গর্ভের। পাশে বসে রণবীর। আল্ট্রা সোনোগ্রাফির ছবি ভেসে উঠেছে কম্পিউটারে। সেটি লাভ ইমোজি দিয়ে ঢেকেছেন আলিয়া। এই ছবির ক্যাপশনে আলিয়া লেখেন,’আমাদের সন্তান আসছে’।
উল্লেখ্য, গত ১৪ই এপ্রিল বিয়ের পর্ব সারেন রণবীর-আলিয়া। ২০১৭ সাল থেকে প্রেম সম্পর্কে আবদ্ধ ছিলেন এই জুটি।
For all the latest entertainment News Click Here