‘আলিয়ার বেবি বাম্প ছুঁয়ে…’ , প্রাক্তনের স্ত্রীকে নিয়ে সুপ্ত ইচ্ছা ক্যাটরিনার!
একটা সময় ঘনিষ্ঠ বান্ধবী ছিলেন তাঁরা। একসঙ্গে জিম করতেও দেখা যেত তাঁদের। কিন্তু রণবীরের কারণে অনেকখানি দূরত্ব তৈরি হয়েছে একদা BFF ক্যাটরিনা কাইফ ও আলিয়া ভাটের। ক্যাটকে ছেড়ে আলিয়ার সঙ্গে সম্পর্কে জড়ান রণবীর, এর জেরেই চিড় ধরে আলিয়া-ক্যাটরিনার বন্ধুত্বে। তবে পেশাদার সম্পর্কটা টিকিয়ে রেখেছেন দুজনেই। খুব শীঘ্রই ফারহান আখতারের ‘জি লে জারা’ ছবিতে একসঙ্গে কাজও করবেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ক্যাটরিনার কাছে প্রশ্ন রাখা হয়েছিল, আলিয়ার সঙ্গে দেখা হলে কী প্রতিক্রিয়া হবে তাঁর? শোনা মাত্রই পেটে হাত বুলানোর ভঙ্গি দেখান ক্যাটরিনা, সঙ্গে তাঁর মুখে ছিল চওড়া হাসি। হ্যাঁ, আলিয়ার স্ফীতোদরে হাত বুলোতে চান ক্যাটরিনা। এরপর ক্যাটরিনা বলেন, ‘হ্যাঁ, আমি এটাই করতে চাইব। ওকে আমি জিমে প্রায়ই দেখি। ও প্রচণ্ড ভালো। এখনও নিজের ওয়ার্কআউট করছে জিমে’। আপতত প্রেগন্যান্সির তৃতীয় পর্যায়ে রয়েছেন রণবীর ঘরণী। সূত্রের খবর চলতি মাসেই আলিয়ার কোল আলো করে আসছে প্রথম সন্তান।
দীপিকার সঙ্গে প্রেম ভাঙার পর বলি-সুন্দরী ক্যাটরিনার প্রেমে হাবুডুবু খেয়েছেন রণবীর। তবে বেশ কয়েক বছর চলার পর এই সম্পর্কে ইতি টানেন রণবীর। এরপর ২০১৭ সালে শুরু ‘রালিয়া’র প্রেমের গল্প। চলতি বছর এপ্রিলেই চার হাত এক হয়েছে রণবীর-আলিয়ার। আর বিয়ের সাত মাসের মাথায় মা হতে চলেছেন আলিয়া ভাট।
অন্যদিকে ২০১৯ সালে ভিকির সঙ্গে সম্পর্কে জড়ান ক্যাটরিনা। গত বছর ডিসেম্বরে রাজকীয় বিয়ে সেরেছেন দুজনে। শুধু আলিয়া নন, প্রাক্তন প্রেমিক রণবীরের অপর প্রাক্তন দীপিকাকে নিয়েও একই প্রশ্নের সম্মুখীন হন ক্যাট। অভিনেত্রী বলেন, ‘আমি ওকেও (দীপিকা) জিমে প্রায়ই দেখি। আসলে আমরা একটাই জিমে যাই। সম্প্রতি আমি ওর জিম করবার ভিডিয়ো শ্যুট করে ওকে পাঠাচ্ছিলাম’। সেই ভিডিয়ো দিন কয়েক আগে ইনস্টাগ্রামে শেয়ারও করেন দীপিকা।
রণবীরের প্রাক্তন আলিয়া ও দীপিকার সম্পর্ক বর্তমানে খুবই মজবুত। ‘দীপবীর’ ও ‘রালিয়া’কে একসঙ্গে হ্যাং আউট করতেও দেখা গিয়েছে বেশ কয়েকবার। তবে তেমনটা বলা যাবে না রালিয়া ও ভিক্যাটের ব্যাপারে।
আরও পড়ুন-খুনের হুমকির জের! Y+ ক্যাটাগরির নিরাপত্তা সলমনকে,অক্ষয়-অনুপম পেলেন X ক্যাটাগরির
ক্যাটরিনাকে আগামিতে দেখা যাবে ‘ফোন ভূত’ ছবিতে। অন্যদিকে সন্তানের জন্মের পর আলিয়ার প্রথম রিলিজ হবে ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’।
For all the latest entertainment News Click Here