আলিয়া, প্রিয়াঙ্কা থেকে জিজি হাদিদ, ইন্ডিয়া ফ্যাশন গালায় কেমন সাজলেন তারকারা
মুম্বইতে নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার (NMACC)-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন বলিউড ও হলিউডের নামীদামি তারকারা। গত দু দিন ধরে চলা এই অনুষ্ঠানে চাঁদের হাট। আঠারো এবং একুশ শতকের বিশ্বব্যাপী ফ্যাশনে আমাদের দেশের প্রভাব কতটা সেই ঝলকই উঠে এসেছে।
অনুষ্ঠানে অতিথিদের তালিকায় গিগি হাদিদ, নিক জোনাস, প্রিয়াঙ্কা চোপড়া, আলিয়া ভাট, মালাইকা অরোরা, শাহরুখ খান, গৌরী খান, আরিয়ান খান, সুহানা খান, রণবীর সিং, সলমন খান, ঐশ্বর্য রাই বচ্চন ও আরাধ্যা, জেন্ডায়া, টম হল্যান্ড, ল রোচ, পেনেলোপ ক্রুজ, সারা আলির মতো সেলিব্রিটিরা ছিলেন। আরও যোগ দিয়েছেন সোনম কাপুর এবং আনন্দ আহুজা, করিনা কাপুর খান, সইফ আলি খান, সলমন খান, খুশি কাপুর, জাহ্নবী কাপুর, হৃতিক রোশন এবং সাবা আজাদ, করিশ্মা কাপুর, শর্বরী ওয়াঘ, রেখা, কাজল, অর্জুন কাপুর এবং আরও অনেক তারকা।
বলিউড এবং হলিউডের এই তাবড় তাবড় তারকারা চমকে যাওয়ার মতো পোশাকে হাজির হয়েছেন ইভেন্টে। আমাদের সেরা পোশাকের তালিকায় জায়গা করে নিয়েছেন শুধুমাত্র কয়েকজনই। দেখুন তাঁদের ভিডিয়ো,
NMACC ইন্ডিয়া ফ্যাশন গালায় সেরা পোশাক পরা তারকারা-
জেন্ডায়া- রেড-কার্পেট ইভেন্টের রানি হয়ে ধরা দিয়েছিলেন এই আমারিকান অভিনেত্রী। এনএমএসিসি ইন্ডিয়া ইন ফ্যাশন গালাতে গোলাপি গালিচায় তাঁকে দেখে হাঁ সকলে। রাহুল মিশ্র রানওয়ের কালেকশন থেকে নীল শাড়িতে বোল্ড লুকে ধরা দিয়েছেন তিনি। ডিজাইনার ব্রালেটর সঙ্গে নীল রঙের শাড়িতে ফ্লোরাল কাজ করা। মাটি পর্যন্ত লুটিয়ে রয়েছে আঁচল। বুলগারি ব্রেসলেট, আংটি, কালো হিল, কানের দুল, অগোছালো খোপা এবং ন্যূনতম মেকআপে এই সাজে ধরা দিয়েছেন তিনি।
আলিয়া ভাট- প্রথমবার NMACC সেরা পোশাকের তালিকায় নাম লিখিয়েছেন ‘গাঙ্গুবাই’ অভিনেত্রী। গালার দ্বিতীয় দিনে রিয়া কাপুরের স্টাইল করা এলি সাহেব হাউট কউচার স্প্রিং সামার ২০২৩ থেকে এই গ্ল্যামারাস গাউন বেছে নিয়েছেন আলিয়া। অফ-হোয়াইট এবং সোনালি রঙের এই গাউনে আলিয়ার থেকে চোখ সরাতে পারছেন না ভক্তরা।
কৃতি স্যানন- NMACC গালার দ্বিতীয় দিনে আমাদের সেরা পোশাকের তালিকায় নিঃসন্দেহে রয়েছেন কৃতি। ডিজাইনার মনীষা জয়সিংয়ের কাস্টম-মেড একটি নতুনত্ব শাড়ি গাউনে ধরা দিয়েছেন।
প্রিয়াঙ্কা চোপড়া- স্বামী নিক জোনাসের সঙ্গে ইন্ডিয়া ইন ফ্যাশন প্রদর্শনীতে যোগ দিয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। গোলাপি কার্পেটে একসঙ্গে পোজ দিয়েছেন তাঁরা। ডিজাইনার অমিত আগরওয়ালের কালেকশন থেকে এই পোশাক বেছে নিয়েছেন তিনি। রঙিন প্রি-ড্রেপড সিল্ক শাড়ি পরেছিলেন, যার সামনে একটি উরু-উঁচু চেরা রয়েছে। শাড়ির আঁচলা হাতে রেখেছিলেন।
মালাইকা আরোরা- প্রেমিক অর্জুন কাপুরের সঙ্গে NMACC গালায় অংশ নিয়েছিলেন মালাইকা আরোরা। রাহুল মিশ্রের কালেকশন থেকে ন্যুড রঙের উজ্জ্বল এই বডিস্যুট বেছে নিয়েছিলেন অভিনেত্রী।
ভূমি পেডনেকর- অনামিকা খান্নার ডিজাইন করা এই মেটালিক রঙের পোশাকে অনুষ্ঠানে দ্যুতি ছড়াচ্ছিলেন ভূমি।
জিজি হাদিদ- এনএমএসিসি গালার ২য় দিনের জন্য আবু জানি সন্দীপ খোসলার ডিজাইন করা এই কাস্টম শাড়ি বেছে নিয়েছিলেন আমেরিকান অভিনেত্রী। সোনালি রঙের রত্নখচিত ব্লাউজ এবং সোনালি পাড়ের সাদা চিকনকারি শাড়িতে ঝলমল করছিলেন তিনি।
করিনা কাপুর খান- এনএমএসিসি ইভেন্টে একটি কালো গাউনে ধরা দিয়েছেন বেবো। অনুষ্ঠানের দ্বিতীয় দিন সইফ আলি খানের সঙ্গে যোগ দেন করিনা।
করিশ্মা কাপুর- রাহুল মিশ্রের রানওয়ের ডিজাইন করা স্ট্র্যাপলেস মিডনাইট ব্লু গাউনে ধরা দিয়েছেন অভিনেত্রী করিশ্মা কাপুর।
জাহ্নবী কাপুর- NMACC-র দ্বিতীয় দিনে মণীশ মালহোত্রার ডিজাইন করা কালো এবং সোনালি রঙের কাস্টম গাউনে ধরা দিয়েছেন জাহ্নবী।
খুশি কাপুর- এনএমএসিসি ইন্ডিয়া ইন ফ্যাশন গালায় গোলাপি কার্পেটে দিদি জাহ্নবীর পাশাপাশি গ্ল্যামারাস অবতারে ধরা দিয়েছেন বোন খুশিও।
অনন্যা পান্ডে- তারকা খচিত ইভেন্টে সোনালি রঙের এই গাউনে ধরা দিয়েছেন ‘লাইগার’ অভিনেত্রী। তাঁর পোশাক নিয়েও বেশ চর্চা চলছে নেটদুনিয়ায়।
কোন তারকার লুক আপনার সবথেকে বেশি ভালো লেগেছে?
For all the latest entertainment News Click Here