আলিয়ার মুখে ‘খেলা হবে’ ধ্বনি! রকি অউর রানির ট্রেলার দেখে উচ্ছ্বসিত দেবাংশু
অনেক জল্পনা-কল্পনার পর অবশেষে মুক্তি পেয়েছে আলিয়া ভাট অভিনীত ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’র ট্রেলার। পরিচালক করণ জোহরের এই ছবিতে বাঙালি কন্যের চরিত্রে থাকবেন আলিয়া, এ কথা তো সকলেই জানতো। ছবির ট্রেলার চেনা ছকে বাঁধা হলেও অবাক করল ছবির ‘হটকে’ সংলাপ। আলিয়ার মুখে ‘খেলা হবে’ স্লোগান শুনে তো হাঁ সব্বাই।
এই ছবিতে রানি চট্টোপাধ্যায়ের চরিত্রে রয়েছেন আলিয়া। বুদ্ধিমতী. শিক্ষিতা মেয়ে রানি। অন্য়দিকে পারিপার্শ্বিক পরিস্থিতি সম্পর্কে কোনওরকম জ্ঞানশূন্য, পঞ্জাবি মুণ্ডার চরিত্রে রয়েছেন রণবীর সিং। রানির বাবা-মা’র চরিত্রে রয়েছেন টোটা রায়চৌধুরী, চূর্ণী গঙ্গোপাধ্যায়। ‘রকি রান্ধাওয়া’ রণবীরের পরিবারের সদস্য হিসাবে রয়েছেন জয়া বচ্চন, শাবানা আজমি এবং ধর্মেন্দ্র।
ছবির ট্রেলারে আলিয়াকে বলতে শোনা হিয়েছে ‘খেলা হবে’ সংলাপ। যা শুনে স্তম্ভিত সকলে। আর এই ঘটনায় উচ্ছ্বিসত ‘খেলা হবে’র স্রষ্টা দেবাংশু ভট্টাচার্য নিউজ ১৮ বাংলাকে তিনি বলেন, ‘ক্রিয়েটার হিসাবে ভালো লাগছে। এর আগে কোনও রাজনৈতিক স্লোগান রাজনীতির বাইরে অন্য ক্ষেত্রে অবাধ বিচরণ করেছে বলে জানি না। আর এখানে তো আলিয়ার বাঙালি পরিবারকে দেখানো হচ্ছে। বাংলা মানে এখন যেমন দুর্গাপুজো, ফুটবল, ইলিশ-চিংড়ি৷ তেমনি বাংলা মানে এবার ‘খেলা হবে’- প্রকাশ’।
স্বভাবে মিল নেই রকি ও রানির, দুই পরিবারও পরস্পরের থেকে আলাদা, তাই রানির মনে হয় রকির সঙ্গে তাঁর জুটি বেমানান এবং তাঁদের আলাদা হয়ে যাওয়া উচিত। ওদিকে নাছোড়বান্দা রকি। অবশেষে তিন মাস একে অপরের পরিবারের সঙ্গে থেকে সবটা উপলব্ধি করবার পরিকল্পনা তৈরি করে। প্রগতিশীল বাঙালি পরিবারে এসে রবীন্দ্রনাথকে দাদু বলে সম্বোধন করেন রণবীর, তাঁর কথায় পশ্চিমবঙ্গ নাকি পশ্চিমে অবস্থিত। এইসব দেখে এই ছেলেকে মেয়ের জন্য ‘আনফিট’ তকমা দেয় টোটা-চূর্ণী। আবার আলিয়াকে একদম পছন্দ নয় জয়া বচ্চনের। তিনি বলে বসেন- ‘এদের প্রেমের অওকাত আমি না দেখালে আমার নাম ধনলক্ষ্মী নয়’। পালটা আলিয়াকে বলতে শোনা যায়, ‘খেলা হবে’।
আলিয়ার মুখে ‘খেলা হবে শুনে অবাক টলিউড তারকাও। শুভশ্রী-সৌমিতৃষারা ইনস্টাগ্রামে ছবির ট্রেলার শেয়ার করে লেখেন- ’খেলা হবে’। এই খেলা কতটা জমজমাট হবে তা জানা যাবে ২৮শে জুলাই ছবি মুক্তির পর।
For all the latest entertainment News Click Here