‘আলিয়ার ভালো স্বামী হতে পারেনি’, বিবাহবার্ষিকীর দিন এ কেমন কথা রণবীরের?
বলিউডের প্লে-বয় ইমেজ ভেঙে রণবীর কাপুর এখন হ্যাপিলি ম্যারেড-ম্যান। রণবীর-আলিয়ার বহুচর্চিত বিয়ের এক বছর পূর্ণ হল শুক্রবার। হ্যাঁ, দেখতে দেখতে এক বছর পার! ইতিমধ্যেই এই তারকা দম্পতির কোলে এসেছে রাহা। মেয়ের বয়স এখন পাঁচ মাস। পেশাগত দায়িত্বের সঙ্গে মাতৃত্ব সমানতালে সামলাচ্ছেন আলিয়া। মা হিসাবে আলিয়াকে পুরো নম্বর আগেই দিয়েছেন রণবীর, তবে স্বামী হিসাবে নিজেকে নিয়ে সন্দিহান তারকা। আদর্শ স্বামীর তকমা নিজেকে দিতে পারলেন না নীতু কাপুর পুত্র। তবে নিজেকে উন্নত করতে প্রচেষ্টা জারি রেখেছেন, সম্প্রতি এমনই মন্তব্য করলেন রণবীর।
২০১৭ সালে ‘ব্রহ্মাস্ত্র’-এর সেটে শুরু রণবীর-আলিয়ার ‘লাভ স্টোরিয়াঁ’। একদিকে সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে ব্রেকআপ হয়েছে আলিয়ার, অন্যদিকে ক্যাটরিনার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন রণবীর। অল্প দিনের মধ্যেই দুজনের প্রেমের রটনা আগুন গতিতে ছড়িয়ে পড়ে, শুরুর দিকে তা ধাপা চাপা দেওয়ার চেষ্টা করলেও শেষ কয়েক বছর খুল্লমখুল্লা রোম্যান্স করেছেন দুজনে।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে রণবীর জানান, ‘স্বামী হিসাবে তুমি সবসময়ই ভাববে তুমি ঠিক করছো। কিন্তু জীবন এতটাই চ্য়ালেঞ্জিং যে পারফেক্ট হওয়াটা খুব কঠিন। আমার মনে হয় না আমি একজন আদর্শ ছেলে, স্বামী বা ভাই। তবে আমার মধ্যে ভালো হওয়ার একটা তাগিদ বা চেষ্টা রয়েছে। সেটাই জরুরি। আমার মনে হয় আমি সঠিক পথে এগোচ্ছি’।
অন্তঃসত্ত্বা অবস্থাতেই বিয়ের পিঁড়িতে বসেছিলেন আলিয়া। সেইসময় অবশ্য ব্য়াপারটা জানাজানি হয়নি। বিয়ের দেড় মাসের মাথায় প্রেগন্য়ান্সি নিউজ শেয়ার করেন অভিনেত্রী। বিয়ের আগেই আলিয়ার গর্ভবর্তী হওয়া নিয়ে কম কটাক্ষ হয়নি, যদিও এই ব্যাপারটিকে একেবারেই পাত্তা দেননি দুজনে। গত বছর ৬ই নভেম্বর জন্ম হয় রাহার। মেয়েকে সোশ্যাল মিডিয়া থেকে আপতত দূরে রাখার সিদ্ধান্ত নিয়েছেন আলিয়া-রণবীর। তিন বছর না হলে মেয়ের মুখ প্রকাশ্যে আনতে রাজি নন তাঁরা।
গত ১৪ই এপ্রিল রণবীরের বাড়িতেই বসেছিল ‘রালিয়া’র বিয়ের আসর। হাতেগোনা অতিথিদের উপস্থিতিতে চার পাক ঘুরে বিয়ে সারলেন বলিউডের চর্চিত জুটি। ওইদিন পরিণতি পায় রণবীর-আলিয়ার পাঁচ বছরের প্রেম সম্পর্ক। বিয়ের পর্ব মেটবার দু-দিন পর ঘনিষ্ঠ বন্ধুদের জন্য গ্র্যান্ড পার্টিরও আয়োজন করেছিলেন তারকা দম্পতি। সেই পার্টিতে হাজির ছিলেন শহারুখ-গৌরী, মালাইকা আরোরা, অর্জুন কাপুর, করণ জোহর থেকে একাধিক বলিউড সেলেব।
বক্স অফিসে রণবীরের শেষ রিলিজ ‘তু ঝুটি মেয় মক্কার’ ভালো ব্যবসা করেছে। আগামিতে ‘অ্যানিমাল’ ছবিতে দেখা যাবে রণবীরকে, অন্য়দিকে ‘রকি অউর রানি কি প্রেম কাহিনি’ নিয়ে রুপোলি পর্দায় ফিরবেন আলিয়া। এছাড়াও চলতি বছর হলিউডে ডেবিউ করছেন আলিয়া। বছরের শেষার্ধে মুক্তি পাবে নেটফ্লিক্স স্পাই ছবি ‘দ্য হার্ট অফ দ্য স্টোন’। এই ছবিতে জ্যামি ডরম্যআন, গাল গাদোটদের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন রাহার মা।
For all the latest entertainment News Click Here