আলিয়ার কাছে কৃতকর্মের জন্য ক্ষমা চাইলেন করণ জোহর, হয়েছেটা কী?
আসছে ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’। করণ জোহরের ছবিতে জুটি বেঁধেছেন রণবীর সিং-আলিয়া ভাট। ছবির গান ‘তুম কেয়া মিলে’র শুটিং থেকে নিজের ইউটিউব চ্যানেলে একটি নতুন ভ্লগ প্রকাশ করেছেন আলিয়া। সাত মিনিটের ভিডিওতে, আলিয়া কাশ্মীরের মনোরম লোকেশনে গানটি তৈরির একটা ভিডিও শেয়ার করেছেন। ভিডিওতে দেখা গিয়েছে পরিচালক করণ জোহরকেও। সেখানে আলিয়ার কাছে ক্ষমা চাইতে দেখা গিয়েছে করণ জোহরকে।
কিন্তু করণ জোহর হঠাৎ আলিয়ার কাছে ক্ষমা চেয়েছেন কেন?
কারণটা আর কিছুই নয়, কাশ্মীরের জিরো ডিগ্রি তাপমাত্রায় আলিয়াকে পাতলা ফিনফিনে শিফন শাড়ি পরানোর জন্য ক্ষমা চেয়েছেন করণ। আলিয়া এই ভিডিয়োর শিরোনামে লিখেছেন, ‘আমার প্রথম গানের ভ্লগ… #TumKyaMile (মাল্টি-কালার হার্ট ইমোজি) সম্পর্কে’। ভিডিওটির প্রথম অংশে আলিয়াকে বলতে শোনা যাচ্ছে, এটি তাঁর মেয়ে রাহার জন্মের পর প্রথম গানের শ্যুট ছিল। এছাড়া ভিডিয়োতে আলিয়াকে মেক-আপ করাতে এবং কাশ্মীরের তুষারাবৃত অঞ্চলে কলাকুশলীদের সঙ্গে শুটিংয়ের প্রস্তুতি নিতে দেখা গিয়েছে।
আরও পড়ুন-ইসলামের টানে ছাড়েন অভিনয়, বিয়ে করেন মৌলানাকে, এবার পাকিস্তানের মৌলবীর নামে দেওয়া হল সানার ছেলের নাম!
আরও পড়ুন-‘এখনও ক্ষমা করিনি’, শেখর কাপুরের সঙ্গে বিয়ে ভাঙায় প্রীতিকেই দায়ী করেন সুচিত্রা
ভিডিওর দ্বিতীয় অংশে, গানের শুটিং শেষ আলিয়া ও করণ জোহরকে তাঁদের গাড়ির ভিতরে দেখা গিয়েছে। এখানে করণ এবং আলিয়া গান থেকে তাঁদের পছন্দের শাড়ি বেছে নিয়েছেন। করণ বহু রঙের ‘কুলফি’ শাড়ি এবং সবুজ রঙের একটি শাড়ি বাছাই করেন, যেখানে আলিয়া বেছে নিয়েছেন সবুজ এবং কালো শাড়ি। আলিয়া আরও বলেন যে কীভাবে এই কালো শাড়িতে শট করার সময় রণবীরের পাফার জ্যাকেট বাধার সৃষ্টি করে। এখানে করণকে বলতে শোনা যায়, ‘নোট করুন রণবীর পরেছিলেন একটি পাফার জ্যাকেটে, আর আলিয়া একটি শিফন শাড়ি। আমি সত্যিই দুঃখিত। এটি অন্যায় হয়েছে। কিন্তু এখানে আলিয়ার একটি পাফার জ্যাকেটে রোমান্স আছে, আরও অনেক কিছু আছে।’
এর আগে এর আগে একটি ইনস্টাগ্রাম পোস্টে, করণও আলিয়ার কাছে ক্ষমা চেয়ে নিয়েছিলেন। তিনি লেখেন, ‘আলিয়া তাঁর দেবদূতের জন্মের পর এটিই তাঁর প্রথম শ্যুট ছিল আর আমি ওকে মণীশ মালহোত্রার শিফন পরিয়ে কাঁপতে বাধ্য করেছি। তাই ক্ষমাপ্রার্থী … , আমি শুটিংয়ের মাধ্যমে মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়েছিলাম (সম্ভবত এটা আমার কাজের শাস্তি) রণবীর নার্ভাস ছিলেন যেহেতু এটা ছিল ওঁর প্রথম পাহাড়ে শ্যুট করা গান, যাতে উনি ঠোঁট নাড়িয়েছেন।’
প্রসঙ্গত, ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’র হাত ধরেই দীর্ঘ ৬ বছর পর ফের পরিচালনায় ফিরছেন করণ। ইতিমধ্যেই ছবির ট্রেলার মুক্তি পেয়েছে। ২৮ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি।
For all the latest entertainment News Click Here