আলিয়ার উপর ছবি শিকারিদের গোপন হামলা, হস্তক্ষেপ করে কী পদক্ষেপ নিল মুম্বই পুলিশ?
মঙ্গলবারই সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগড়ে দিয়েছিলেন আলিয়া ভাট। প্রতিবেশীর বাড়ির ছাদে উঠে ক্যামেরাবন্দি করা মেনে নিতে পারেননি রণবীর কাপুর-পত্নী। সোশ্যাল মিডিয়ায় এক সংবাদমাধ্যম ঘরোয়া সাজে আলিয়ার ভিডিয়ো ফাঁস করে দেয়। নিজের গোপনীয়তা, মেয়ের সুরক্ষা নিয়ে চিন্তিত অভিনেত্রী পোস্ট করেছিলেন। আর তাতে ট্যাগ করেছিলেন মুম্বই পুলিশকে।
আলিয়া ইনস্টাগ্রাম লেখেন, ‘এটা কি ইয়ার্কি হচ্ছে? আমি নিজের বাড়িতে খুব সুন্দর সময় কাটাচ্ছিলাম লিভিং রুমের মধ্যে, হঠাৎ মনে হল আমার উপর কেউ নজরদারি করছে… আশেপাশে দেখলাম, তখন দেখি দুজন ব্যক্তি আমার প্রতিবেশির বিল্ডিংয়ের ছাদে উঠে আমার দিকে ক্যামেরা তাক করেছে! কোন দুনিয়াতে এটাকে সঠিক কাজ বলে মনে করা হয়? কোথায় এই ধরণের কাজের অনুমতি রয়েছে? এটা কারুর গোপনীয়তার উপর সরাসরি হস্তক্ষেপ! সবকিছুর একটা সীমা রয়েছে যা পার করা উচিত নয়, আজ সবটা অতিক্রম করে ফেলেছেন আপনারা!’ আরও পড়ুন: রাহুল-প্রীতির ‘ডিভোর্সে’ বড় ভূমিকা আছে বনি-রাহুলের! নিজেদের মুখেই সত্যিটা বললেন
আপাতত মুম্বই পুলিশের তরফ থেকে আলিয়ার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এবং বলা হয়েছে যাতে অভিনেত্রী তাঁর গোপনে ছবি তোলা নিয়ে পুলিশের কাছে গিয়ে অভিযোগ দায়ের করেন। আলিয়া পুলিশকে জানিয়েছিলেন তাঁর পিআর টিম সেই নিউজ পোর্টালের সঙ্গে এই ব্যাপারে কথা বলছে। আরও পড়ুন: বাংলা নিয়ে যারা এত কথা বলছেন, তাঁরাও বাচ্চাদের ইংরেজি মিডিয়ামে পড়ান: অয়ন্তিকা
গোটা ঘটনায় আলিয়ার সমর্থনে এগিয়ে এসেছেন অর্জুন কাপুর, অনুষ্কা শর্মা, মা সোনি রাজদান, বোন শাহিন ভাট-সহ আরও অনেকে। একাধিক পাপারাজ্জো অ্যাকাউন্ট থেকেও জানানো হয়েছে, এই ধরনের ঘটনার জন্য তারাও আলিয়ার পাশে আছেন।
আলিয়ার মা মেয়ের নিরাপত্তা নিয়ে বেশ চিন্তিত। সোশ্যাল মিডিয়ায় লিখলেন, ‘আমরা কি সত্যিই এখন ‘সেই দেশে’ পরিণত হচ্ছি? যেখানে ‘ছবি পাওয়ার জন্য সাংস্কৃতিক নিয়মগুলিও বজায় রাখা যায় না।’ আশা করি কেউ এটার দ্রুত সমাধান করতে পারবে।’
দিদি শাহিন লেখেন, ‘প্রাপ্তবয়স্ক পুরুষরা ক্যামেরা-সহ লুকিয়ে থাকছেন। একজন অসচেতন মহিলার গোপন ছবি তুলছেন।তাঁর সম্মতির প্রয়োজন বোধ করছেন না। ছবিতে থাকা ব্যক্তি একজন সেলিব্রিটি, তার মানে এটা নয় তাঁর সঙ্গে যা করা হবে সবটাই ঠিক…’
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)
For all the latest entertainment News Click Here