আলিয়াকে মেট গালায় পাঠিয়েছেন করণ! ট্রোলিং মুখে করণ লিখলেন…
করণ জোহরকে ট্রোল করার ঘটনা নতুন কিছু নয়। তারকা সন্তানদের লঞ্চ করার কারণে স্বজনপোষণ, মুভি মাফিয়ার তকমা রয়েছে করণের। তবে এবার করণের ট্রোলের কারণ আলিয়া ভাট। সম্প্রতি ফ্যাশান ডিজাইনার প্রবাল গুরুং-এর ডিজাইনার পোশাকে মেট গালার রেড কার্পেটে হাঁটেন আলিয়া। আর আলিয়ার সঙ্গে কীভাবে করণ জোহরের জন্মদিনের পার্টিতে তাঁর আলাপ হয়েছিল সেকথা জানিয়ে পোস্ট করেছেন প্রবাল গুরুং। আর প্রবাল গুরুংয়ের সেই পোস্ট সামনে আসার পর থেকেই শুরু হয় ট্রোলিং। নেটনাগরিকদের মনে হয়েছে আলিয়াকে তাহলে মেট গালায় পাঠিয়েছেন করণ জোহর! ওcনি শুরু হয় ট্রোলিং।
আর এবার তাতে চুপ না থেকে জবাব দিলেন করণ জোহর। একটি ইঙ্গিতবাহী পোস্টে করণ তাঁর মতামত তুলে ধরেছেন। লিখেছেন, ‘প্রিয় মতামত, আমি জানি আপনি বছরের ৩৬৫দিনই কাজ করেন কোনও বিশ্রাম না নিয়ে। তবে আমার অনুরোধ এবার থেকে আপনি অন্তত রবিবারটা ছুটি নিন। কারণ ক্লান্তিকরভাবে আমার মতামত পেয়েই চলেছি।’
প্রসঙ্গত, ডিজাইনার প্রবাল গুরুং লেখন করণ জোহরের জন্মদিনের পার্টিতে তাঁর সঙ্গে আলিয়ার প্রথম পরিচয়। তখনই তাঁর মনে হয়েছিল আলিয়া একজন জ্বলন্ত আগুন। কারণ, একের পর এক ছবিতে উনি সব প্রত্যাশা ছাপিয়ে গিয়েছেন। উনি একজন একজন পাওয়ার হাউস পারফর্মার। গুরুং লেখেন তাঁর কাছে, আলিয়া এখন বিশ্বব্যাপী আমাদের সেরা অভিনেতাদের একজন। গুরুং লেখেন সেবারই তিনি আলিয়াকে মেট গালায় আমন্ত্রণ জানিয়েছিলেন। চবে আলিয়া বলেন, সঠিক সময়ের অপেক্ষায় রয়েছেন তিনি, সেটা এলে নিশ্চয় যাবেন। এবার হয়ত তাঁর মনে হয়েছে সঠিক সময় এসেছে।
আর গুরুংয়ের এই পোস্টের পরই নেটপাড়ার বহু নাগরিকের মনে হয়েছে, আলিয়াকে মেট গালায় করণ জোহরই পাঠিয়েছেন। আর তাতেই শুরু হয় ট্রোলিং।
For all the latest entertainment News Click Here