আলাদা কাটছে বিয়ের পর ‘রালিয়া’র প্রথম হোলি! ভিকির সঙ্গে রোম্যান্সে মজে ক্যাটরিনা
বিয়ের পর প্রথম হোলি রণবীর-আলিয়ার! কিন্তু দুর্ভাগ্যের বিষয় হল এই বিশেষ দিনটা দেশের দু-প্রাপ্তে কাটছে রাহার মা-বাবার। শুধু স্বামীই নয়, উৎসবের এই মরসুমে মেয়ে রাহাও কোলছাড়া আলিয়ার। অন্যদিকে স্বামী আর শ্বশুরবাড়ির মানুষজনের সঙ্গে রঙিন ক্যাটরিনার হোলি।
এই মুহূর্তে কাশ্মীরে ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’র শ্যুটিং করছেন আলিয়া। সঙ্গে রণবীর সিং। মেয়েকে নিয়েই ছবির শ্যুটিং-এ উড়ে গিয়েছিলেন, তবে দু-দিন আগে একরত্তি মেয়ে মুম্বইতে ফিরেছে বাবার কোলে। কারণ রণবীর রাহাকে ছাড়া থাকতেই পারছিলেন না! কাজে কাজে হোলি কাটানোর ফাঁকে অনুরাগীদের রঙিন শুভেচ্ছা জানাতে ভুললেন না ‘রানি’ আলিয়া।
শ্যুটিং-এর ফাঁকে গালে আবির মাখার জো নেই! তাই রঙিন ছাতা মাথায় ধরেই হোলির শুভেচ্ছা জানালেন রাহা-র মা। সঙ্গে ক্যাপশনে লেখা, ‘সকলকে হ্যাপি হোলি…রকি অউর রানি কি প্রেম কাহিনির সেট থেকে এক রঙ্গিলি রানি সরাসরি রিপোর্ট করছে’।
আলিয়ার পরনে ছিল সবুজ সুরু স্ট্র্যাপের ব্লাউজ আর গোলাপি শাড়ি। এই মুহূর্তে কাশ্মীরে ছবির এক রোম্যান্টিক গানের শ্যুটিং করছেন রণবীর-আলিয়া। কাজে কাজেই কাটছে তাঁর দিন। তবে একদম অন্যছবি ‘ভিক্যাট’-এর ভালোবাসার নীড়ে। এদিন সব কাজ থেকে ছুটি নিয়ে হোলির ঘরোয়া উদযাপনে ব্যস্ত ভিকি কৌশল ও রণবীরের প্রাক্তন প্রেমিকা ক্যাটরিনা। পঞ্জাবি পরিবারের আদর্শ বউমা হওয়ার কোনও প্রচেষ্টায় খামতি রাখেন না ক্যাট, বিয়ের পর এটা দ্বিতীয় হোলি ভি-ক্যাটের।
এদিন ভিকির গলা জড়িয়ে এদিন রোম্যান্টিক ছবি পোস্ট করলেন ক্যাটরিনা। অন্যদিকে শ্বশুর-শাশুড়ির (শ্যাম কৌশল ও তাঁর স্ত্রী বাণী কৌশল) সঙ্গেও খেললেন রঙ। ভি-ক্যাটের মুম্বইয়ের বাড়িতেই চলল সেলিব্রেশন, অংশ নিলেন ক্যাটরিনার বোন ইসাবেলাও। বসন্তের উৎসবে বাসন্তী পোশাকে ধরা দিলেন ক্যাটরিনা, রূপটানের কোনও বালাই নেই! মেকআপহীন লুকেও সুন্দরী ভিকি ঘরণী। অন্যদিকে আবির-মাখা সাদা পাঞ্জাবি আর রোদচশমায় কেত দেখালেন ভিকি। শ্বশুরবাড়িতে কিট্টু নামেই পরিচিত ক্যাটরিনা। বিদেশি বহুরানিকে দেশি আদব-কায়দা ভালোরকমই শিখিয়ে দিয়েছেন ভিকির মা।
২০১৮ সালে মুক্তি পেয়েছিল ভিকির অভিনীত ‘মনমরজিয়া’। এই ছবিতে ভিকিকে দেখে মুগ্ধ হয়েছিলেন ক্যাটরিনা। এরপর ধীরে ধীরে বন্ধুত্ব। তারপর প্রেম। রণবীরের সঙ্গে ভাঙা প্রেমের পর ক্যাটরিনার ব্যক্তিগত জীবনে বিরাট ঝড় বয়ে গিয়েছিল। ক্যাটের ভাঙা মনে প্রলেপ লাগান ভিকি। অবশেষে ২০২১-এর ডিসেম্বরে ধুমধাম করে সারেন বিয়ের পর্ব।
ক্যাটরিনার শেষ বক্স অফিস রিলিজ ‘ফোন ভূত’। তাঁর হাতে রয়েছে ‘টাইগার ৩’, ‘মেরি ক্রিসমাস’, ‘জি লে জারা’র মতো প্রোজেক্ট। অন্যদিকে, দম ফেলার ফুরসৎ নেই ভিকিরও। তাঁর ঝুলিতে রয়েছে ‘শ্যাম বাহাদুর’, ‘দ্য গ্রেট ইন্ডিয়ান ফ্যামিলি’র মতো একাধিক ছবি।
For all the latest entertainment News Click Here