আর রাখঢাক নয়! সোনাক্ষীর জন্মদিনে প্রেম সম্পর্ক ‘কবুল’ জাহিরের,লিখলেন-‘আই লাভ ইউ’
গোপন কথাটি রবে না গোপনে…., দীর্ঘ সময় ধরে অভিনেত্রী সোনাক্ষী সিনহার ব্যক্তিগত জীবন রয়েছে চর্চায়। বলিউডের ‘দাবাং গার্ল’-এর বিয়ে নিয়েও কম জল্পনা শোনা যায়নি। অভিনেতা জাহির ইকবালের সঙ্গে শক্রুঘ্ন কন্যার প্রেম চর্চা আগুনের মতো ছড়িয়েছে বি-টাউনে। শুক্রবার সোনাক্ষীর জন্মদিনে সব জল্পনা-কল্পনায় জল ঢেলে প্রেমের কথা স্বীকার করে দিলেন জাহির।
বিশেষ বন্ধুর জন্মদিনে জাহিরের তরফে রইল রোম্যান্টিক বার্তা। সোনাক্ষীর সঙ্গে কাটানো নানান মুহূর্তের টুকরো ঝলক এদিন ইনস্টাগ্রামের পাতায় তুলে ধরেন এই বলি তারকা। সঙ্গে লেখেন-‘কুছ তো লোগ কহেঙ্গে, লোগো কা কাম হ্য়ায় কহনা (মানুষজন সবসময়ই কিছু না কিছু বলবে, সেটাই তাঁদের অভ্যাস)…. তুমি সবসময় এইভাবেই আমার উপর হেলান দিয়ে থাকতে পারো। তুমি সেরা। এইভাবেই গর্জাতে থাকো আর ডানা মেলে উড়তে থাকো। পৃথিবীর সবটাকে জয় করো, যেমনটা আগে কেউ করেনি। জলপরীর মতো জীবন কাটাও। এইরকমই হাসিখুশি থেকো। তোমাকে ভালোবাসি’।
জাহিরেই পোস্টে ভালোবাসার বন্যা। সোনাক্ষী স্বয়ং একগুচ্ছ লাল হৃদয়ের ইমোজি যোগ করেছেন কমেন্ট বক্সে। এছাড়াও জুটির বন্ধুরা ভালোবাসায় মুড়ে দিয়েছেন যুগলকে। নূপুর শ্যানন, বরুণ শর্মা,শাকিব সালিম-সহ বি-টাউনে অনেকেই লাভ ইমোজি যোগ করেছেন এই পোস্টে। ফ্যানেরা এই পোস্ট দেখে বলছেন, ‘রব নে বানাদি জোড়ি’।
একসঙ্গে ‘ডবল এক্সএল’ ছবিতে কাজ করেছেন জাহির-সোনাক্ষী। যদিও তাঁদের প্রেমের গুঞ্জন চালু রয়েছে তার অনেক আগে থেকেই। দু’জনেই সলমন খানের হাত ধরে শুরু করেছেন নিজেদের কেরিয়ার, যদিও রয়েছে ৯ বছরের ব্যাবধান। ২০১০ সালে ‘দাবাং’ ছবির নায়িকা হিসাবে আত্মপ্রকাশ শক্রঘ্ন কন্যার, অন্যদিকে ২০১৯ সালে ‘নোটবুক’ ছবির সঙ্গে অভিষেক হয় জাহিরের। শোনা যায়, সলমন খানের এক পার্টিতেই নাকি দুজনের ঘনিষ্ঠতা গড়ে উঠেছে।
৩৬-এ পা দিয়েও অবিবাহিত সোনাক্ষী। এর আগে হিন্দুস্তান টাইমসকে অভিনেত্রী বলেন, ‘মানুষ হিসাবে নিজের জীবনের কিছু অংশ দুনিয়ার আড়ালে রাখাটা জরুরি, আমি সবার জন্য সহজলভ্য হতে চাই না। আমার বাবা-মা’ও আমার বিয়ে নিয়ে এত চিন্তিত নন, সোশ্যাল মিডিয়ায় যা আলোচনা চলে’।
আরও পড়ুন-‘প্রাপ্তবয়স্ক হওয়াটা কঠিন’, সাগরমুখী ফ্ল্যাট কিনেও শান্তি নেই সোনাক্ষীর!
আপতত নায়িকার হাতে রয়েছে একগুচ্ছ প্রোজেক্ট, ‘কাকুদা’, ‘নিকিতা রায়’, ‘দ্য বুক অফ ডার্কনেস’-এর মতো ছবিতে দেখা যাবে তাঁকে। শেষের ছবিটি পরিচালনার দায়িত্বে রয়েছেন সোনাক্ষীর ভাই কুশ সিনহা।
For all the latest entertainment News Click Here