‘আর নয়…’, ৫০-এ চার নম্বর বাবা হলেন প্রভু দেবা! মেয়ের জন্ম দিয়েছে দ্বিতীয় স্ত্রী
৫০ বছর বয়সে চতুর্থ বার বাবা হলেন প্রভু দেবা। বিনোদন জগতের অতি পরিচিত নাম প্রভু দেবা। সংবাদ মাধ্যমে বাবা হওয়ার সুখবর নিশ্চিত করেছেন জনপ্রিয় কোরিওগ্রাফার তথা পরিচালক। ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন প্রভু দেবার দ্বিতীয় স্ত্রী ডাঃ হিমানী সিং। প্রভু ও তাঁর প্রথমপক্ষের স্ত্রী রামলতার তিন পুত্র সন্তান রয়েছে, প্রথমবার লক্ষ্মী এল ‘রাধে’ পরিচালকের ঘরে।
২০২০ সালে দ্বিতীয় বিয়ের পর্ব সারেন প্রভু দেবা ও হিমানী সিং। করোনাকালে চুপিসাড়ে সাত পাক ঘুরেছিলেন ‘মুকাবুলা’ তারকা। পেশায় ফিজিওথেরাপিস্ট হিমানির কাছে পিঠের যন্ত্রণার চিকিৎসা করাতে গিয়েছিলেন প্রভু, তারপরেই সম্পর্কে জড়ান দুজনে। ব্যক্তিগত জীবনকে পর্দার আড়ালে রাখতেই ভালোবাসেন তারকা। বিয়ের তিন বছর পর চলতি বছরের গোড়ার দিকে প্রথমবার দ্বিতীয় স্ত্রীর সঙ্গে প্রকাশ্যে ফ্রেমবন্দি হন প্রভু। তিরুপতিতে পুজো দিতে গেলে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় দুজনের ছবি। যদিও মাস্কে মুখ ঢেকে রেখেছিলেন প্রভু দেবা ঘরণী। যদিও একটি টিভি শো-এর মঞ্চে ভিডিয়ো বার্তায় বরের প্রশংসা করতে শোনা গিয়েছে হিমানীকে।
বাবা হওয়ার খবর টাইমস অফ ইন্ডিয়াকে নিশ্চিত করেছেন প্রভু দেবা। তিনি বলেন, ‘হ্যাঁ, খবরটা সত্যি। আমি এই বয়সে আবার বাবা হলাম। আমি সত্যি খুব খুশি আর নিজেকে পরিপূর্ণ মনে হচ্ছে’। এরপর ডান্স কোরিওগ্রাফার তথা পরিচালক যোগ করেন, ‘আমি নিজের কাজের ভার অনেকটাই কমিয়ে ফেলেছি। আমি বড্ড বেশিই কাজ করছিলাম, প্রচুর ছুটোছুটি করেছি। আর নয়… এবার থামতে হবে। আমি এখন পরিবারের সঙ্গে সময় কাটাতে চাই, মেয়েকে সময় দিতে চাই’।
২০১১ সালে রামলতার সঙ্গে ১৬ বছরের দাম্পত্যে ইতি টালেন প্রভু দেবা। তাঁদের তিন পুত্রের মধ্যে বড় ছেলে বিশাল ২০০৮ সালে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যায়। পরিচালকের অপর দুই ছেলে ঋষি রাঘবেন্দ্র দেবা এবং অদিথ দেবা মায়ের সঙ্গেই থাকে। জানা যায়, অভিনেত্রী নয়নতারার সঙ্গে সম্পর্কে জড়ানোর জেরেই ঘর ভেঙেছিল প্রভুর, যদিও টেকেনি সেই প্রেম। নয়নতারার সঙ্গে প্রেম ভাঙার দীর্ঘ সময় পর ফের মনের মানুষ খুঁজে পান প্রভু দেবা।
For all the latest entertainment News Click Here