‘আর কাউকে অভিশাপ দেবেন না প্লিজ’, KK-র মৃত্যুর পর রূপঙ্করের উপর খেপেছে নেটিজেনরা
কেকে-র অকাল প্রয়াণের ধাক্কার মাঝেই সোশ্যাল মিডিয়ার রোষানলে পড়েছেন গায়ক রূপঙ্কর বাগচি। মঙ্গলবার বিকালেই কেকে-র বিরুদ্ধে একটি বিস্ফোরক ফেসবুক পোস্ট করেন এই বাঙালি গায়ক। সেইসময় থেকেই রূপঙ্করের বিরুদ্ধে সুর চড়াচ্ছিল নেটনাগরিকরা। তবে কেকে-র আচমকা মৃত্যুর পর গায়কের মন্তব্য ঘিরে কটাক্ষের বানভাসি! ওই ভাইরাল ভিডিয়োতে কেকে-র অনুষ্ঠান নিয়ে মাতামাতি করবার বিরোধিতা জানিয়েছে রূপঙ্কর বলেছিলেন, ‘কেকে-র থেকেও আমরা সবাই ভাল গাই’।
কেকে-র মৃত্যুর পর আরও আক্রমণাত্মক নেটিজেনরা। রূপঙ্করের ফেসবুকে চোখ রাখলেই বোঝা যাবে কী ভয়ঙ্করভাবে ট্রোলড হচ্ছেন গায়ক। একজন শিল্পী হয়ে আর একজন শিল্পীর সম্মান করতে না পারার মানসিকতা নিয়ে ছিঃছিঃকার শুরু হয়েছে। এদিন ইউটিউবার স্যান্ডি সাহা ফেসবুক পোস্টে রূপঙ্করকে কটাক্ষ করে লেখেন, ‘রূপঙ্কর বাগচি ‘আর কাউকে অভিশাপ দেবেন না প্লিজ’, তরুণ সংগীত শিল্পী তন্ময় সাধক লেখেন, ‘আপনার ১০০% জেল হওয়া উচিত’। নেটিজেনদের একজন লেখেন, ‘এতদিন ভাবতাম আপনি মানুষ, ভুল ভাবতাম’। অনেকেই রূপঙ্করকে স্মরণ করিয়ে দেন, অন্যের সাফল্যে ঈর্ষান্বিত না হয়ে মানুষের ভালোবাসা অর্জন করতে জানতে হয়’। অনেকেই লেখেন, রূপঙ্কর মানসিকভাবে অসুস্থ, ওঁনার দ্রুত আরোগ্য কামনা করি।
ফেসবুক ভিডিয়োয় ঠিক কী বলেছিলেন রূপঙ্কর? তিনি জানান, ‘কেকে দারুণ গায়ক। কিন্তু ওঁর ভিডিও দেখে আমি অনুভব করলাম, আমাদের কলকাতায় কেকে-র লেভেলে যাঁরা যাঁরা নাম করেছেন অর্থাৎ ন্যাশনাল লেভেলে কেকে-র যে জায়গা সেই অনুযায়ী পশ্চিমবঙ্গের লেভেলে যাঁরা যাঁরা নাম করেছেন, সেই পজিশনে যে সমস্ত গায়ক গায়িকা আমাদের কলকাতায় রয়েছেন যেমন আমি, অনুপম, সোমলতা, ইমন, রাঘব, মনোময়, উজ্জ্বয়িনী, ক্যাকটাস, রূপম তাঁরা সবাই কেকে-র থেকে ভালো গাই।’
রূপঙ্করের প্রশ্ন, কেন বাঙালি দর্শক বাঙালি গায়কদের নিয়ে এত মাতামাতি করেন না। এঁরা সকলে কেকে-র চেয়ে ‘অনেক ভালো গায়ক’। তিনি বলেন, ‘আমি যে কজন সিঙ্গারের নাম উচ্চারণ করলাম তাঁরা যেকোনও পারফরম্যান্সে কেকের থেকে ভালো। বম্বে নিয়ে এতো উত্তেজনা কেন? কতদিন বম্বের পিছনে ঘুরবেন? সাউথ ইন্ডিয়া, পঞ্জাব, উড়িষ্যাকে দেখুন, বাঙালি হোন প্লিজ।’
রূপঙ্কর যদিও আজ সন্ধ্যায় সংবাদমাধ্যমে জানান, তাঁর পোস্টের ভুল ব্যাখা হচ্ছে, আদতে কেকে-র প্রতি রাগ থেকে নয় বাংলা গানের পাশে দাঁড়ানোর ডাক দিয়ে তাঁর এই পোস্ট। তিনি এক সংবাদমাধ্যমকে জানান, ‘বাংলার যে কোনও জিনিসের প্রতি একই উন্মাদনা থাকুক বাঙালির। সেটা বাংলা গান, ছবি, আঁকা, সংস্কৃতি— যা খুশি হতে পারে। অন্য ভাষাভাষীদের নিজের ভাষার প্রতি সেই সম্মান, শ্রদ্ধা, ভালবাসা আছে।’ ‘মাথায় গোবর পোরা’ হওয়ার জেরেই মানুষজন তাঁর বক্তব্য বোঝেনি এমনটাই বলেছিলেন রূপঙ্কর।
For all the latest entertainment News Click Here