‘আর কতজনকে কিনবে?’ পরিচারিকা ক্ষমা চাওয়ায় এবার বিস্ফোরক নওয়াজের নিজের ভাই…
অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকির ব্যক্তিগত জীবনে যেন ঝড় বয়ে চলেছে। প্রাক্তন স্ত্রী আলিয়া সিদ্দিকির সঙ্গে তাঁর আইনি লড়াই অব্যাহত। মাঝে পরিচারিকা স্বপ্নাও অভিনেতার বিরুদ্ধে প্রতারণার বিস্ফোরক অভিযোগ আনেন। যদিও অভিযোগের ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই তিনি নওয়াজের কাছে ক্ষমা চেয়ে নেন। অভিনেতাকে ভালো মানুষ বলে ব্যাখ্যা করেছেন। তবে নওয়াজ বিতর্ক নতুন মোড় নিয়েছে। এবার অভিনেতার বিরুদ্ধে নতুন অভিযোগ আনলেন তাঁর নিজের ভাই শামস নবাব সিদ্দিকি।
পরিচারিকা স্বপ্নার ক্ষমা চেয়ে নেওয়ার ভিডিয়ো সামনে আসতেই টুইটে বিস্ফোরক শামস সিদ্দিকি। হিন্দিতে তিনি যা লিখেছেন তার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, ‘পুরোটাই সাজানো, হাসি মুখ, সঙ্গে হাসির ইমোজি। আর কতজনকে কিনবে তুমি ব্যাঙ্ক ব্যালেন্স না শেষ হয়ে যায়। আপনার তো কাজের জায়গাতেও গোলমাল হয়ে আছে। ফিল্ম ইন্ডাস্ট্রিতে ১৫০ কোটি টাকা আটকে। মধ্যস্থতাকারীরাই এঁকে নরকে নিয়ে যাবে।’
যদিও নওয়াজউদ্দিন এই টুইটের প্রতিক্রিয়ায় এখনও কিছু বলেননি। তবে একটি নেটিজেন শামসের টুইটের নিচে কমেন্টে লিখেছেন, ‘আপনি নিজেও কিছু করতে না পেরে এখন এই ভালো মানুষটিকে নিয়ে প্রশ্ন তুলছেন। লজ্জা হওয়া উচিত। কেউ আবার বলেছেন, নওয়াজের ভাই শামস নবাব সিদ্দিকি হিংসের কারণেই অভিনেতার বিরুদ্ধে যাচ্ছেন।
প্রসঙ্গত শামন নবাব সিদ্দিকি নওয়াজের প্রথম ছবি ‘বোলে চুড়িয়া’র পরিচালক ছিলেন। সেসময়ই নওয়াজের সঙ্গে বচসায় জড়িয়েছিলেন শামস। তাঁর অভিযোগ ছিল, নওয়াজ ছবির প্রচারের জন্য কিছুই করেননি। নওয়াজের বিরুদ্ধে অন্তর্ঘাতের অভিযোগও এনেছিলেন তিনি।
প্রসঙ্গত, দুদিন আগেই আলিয়া সিদ্দিকীর আইনজীবী রিজওয়ান সিদ্দিকির পোস্ট করা ভিডিয়োতে নওয়াজের দুবাই-এর বাড়ির পরিচারিকা স্বপ্না কেঁদে কেঁদে অভিযোগ করেন। বলেন, চাকরির নামে তাঁকে দুবাইতে নিয়ে গিয়ে বাচ্চা দেখার কাজ করাচ্ছিলেন নওয়াজ। তাঁকে বেতন দেওয়া হয়নি। আলিয়া বাচ্চাদের নিয়ে দুবাই থেকে চলে আসার পরেও তাঁকে দুবাইয়ের বাড়িতে আটকে রাখা হয়েছে, এমনকি তাঁর কাছে খাবারের টাকাও দেওয়া হয়নি। এমন অভিযোগ করার ২৪ ঘণ্টা পার হতে না হতেই স্বপ্না ফের কাঁদতে কাঁদতে ক্ষমা চেয়ে নিয়েছেন।
নতুন ভিডিয়োতে নওয়াজের দুবাইয়ের বাড়ির পরিচারিকাকে বলতে শোনা গিয়েছে, ‘আমি নওয়াজ স্যারের কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি। জানি আমি ক্ষমার যোগ্য নই। কিন্তু আমি যা করেছি, কারোর চাপে করেছি। আমি চাই না আপনার সঙ্গে খারাপ কিছু ঘটুক। আপনি ভীষণই ভালো মানুষ। যা হয়েছে তার জন্য আমি ক্ষমাপ্রার্থী। সোশ্যাল মিডিয়ায় যে ভিডিও দেখেছেন তা সম্পূর্ণ ভুল। আসলে ম্যাডাম আপনাকে মিথ্যে মামলায় ফাঁসাতে চাইছেন। আমি শুধু বলব, আপনি বাড়ি ফিরে যান।’এদিকে স্বপ্না ক্ষমা চাওয়ার পরপরই আলিয়ার আইনজীবী রিজওয়ানও অভিযোগ করেছিলেন , গরিব মেয়ে স্বপ্নাকে নওয়াজের প্রতিনিধিরা প্ররোচনা দিচ্ছেন, বিমানবন্দরে ফুল মেকআপে দেখা গিয়েছে ওকে। আর এবার নওয়াজের বিরুদ্ধে বিস্ফোরক খোদ অভিনেতার ভাই।
For all the latest entertainment News Click Here