আর্জেন্তিনার তৃতীয় ডিভিশনের ম্যাচ চলাকালীন গুলিবিদ্ধ কোচ! দেখুন ভিডিয়ো
শুভব্রত মুখার্জি: আর্জেন্তিনার ঘরোয়া লিগের তৃতীয় ডিভিশনের একটি খেলা চলাকালীন মাঠেই ঝামেলাতে জড়িয়ে পড়েছিলেন দুই দলের সমর্থকরা। পরিস্থিতি জটিল থেকে জটিলতর হয়। মাঠ থেকে কোন রকমে প্রাণ হাতে পালাতে বাধ্য হন ফুটবলাররা। তবে এর মাঝেই ঘটে যায় এক মর্মান্তিক ঘটনা। ঝামেলার মাঝে পড়ে গুলিবিদ্ধ হন ক্লাবের কোচ। তার কাঁধে গুলি লেগেছে।
উল্লেখ্য হুরাকান লাস হেরাসের দুই দল সমর্থক নিজেদের মধ্যে ঝামেলাতে জড়িয়ে পড়ে। মেন্ডোজা প্রভিন্সের তৃতীয় ডিভিশনের ম্যাচে এই ঘটনা ঘটেছে। ঘটনার ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। দুই দল হুরাকান এবং ফেরো ডে জেনারেল পিকোর ফুটবলারদের এই ভিডিয়োতে সমর্থকদের ঝামেলার মাঝে পড়ে নিজেদের প্রাণ বাঁচাতে দৌড়াতে দেখা যায়। এই অবস্থায় মাঠে পরপর গুলির শব্দ শোনা যায়।
পরবর্তীতে জানা যায় ফেরোর কোচ মরিসিও রোমেরোর কাঁধে গুলি লেগেছে। মাঠেই তার প্রাথমিক শ্রুশ্রুষা করে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ক্লাবের তরফে বিবৃতিতে জানানো হয়েছে রোমেরো বিপদমুক্ত হয়েছেন। পুলিশ তার বয়ান রেকর্ড করেছে। ম্যাচ ভন্ডুল হওয়ার আগে পর্যন্ত দ্বিতীয়ার্ধে হুরাকান ৩-১ গোলে এগিয়ে ছিল।
For all the latest Sports News Click Here