আর্চারি World Games-এ ব্রোঞ্জ জয় অভিষেক বর্মা-জ্যোতি সুরেখা জুটির
শুভব্রত মুখার্জি
বার্মিংহামে কয়েক দিন আগেই অনুষ্ঠিত হয়ে গিয়েছে ভারত বনাম ইংল্যান্ডের পঞ্চম টেস্ট ম্যাচ। কিছু দিন পরেই জুলাই মাসের শেষে এই বার্মিংহামেই অনুষ্ঠিত হবে কমনওয়েলথ গেমস। সেখানেই বসেছে আর্চারির বিশ্ব গেমসের আসর। সেখানেই ভারতের হয়ে ব্রোঞ্জ পদক জিতল অভিষেক বর্মা এবং জ্যোতি সুরেখা জুটি। শ্বাসরুদ্ধকর লড়াইতে মেক্সিকো দলকে মাত্র ১ পয়েন্টে হারিয়ে ব্রোঞ্জ জিতল ভারতীয় জুটি।
আরও পড়ুন: হাতছাড়া সোনা, তাইপের কাছে Archery World Cup-এ হেরে রিকার্ভে রুপো জিতলেন দীপিকারা
এ দিন ব্রোঞ্জ পদকের ম্যাচে ভারতকে খেলতে হয় মেক্সিকোর অ্যান্ড্রিয়া বেকেররা এবং মিগুয়েল বেকেররা জুটির বিরুদ্ধে। প্রথম সেটটি অনায়াসেই জেতে ভারতীয় জুটি। তবে দ্বিতীয় সেটে কামব্যাক করে মেক্সিকান জুটি। তৃতীয় গেমে আবার নিজেদের নার্ভ ধরে রেখে ম্যাচ নিজেদের দখলে নিতে সমর্থ হয় ভারতীয় জুটি। ব্রোঞ্জ মেডেলের প্লে অফে রবিবার ভারতীয় জুটি ১৫৭-১৫৬ ফলে হারিয়ে দেয় মেক্সিকোর জুটিকে।
ভারতীয় আর্চারদের মধ্যে অভিষেক বর্মা একমাত্র আর্চার যে কম্পাউন্ড আর্চারির প্রতি স্টেজেই পদক জয়ের নজির গড়লেন। বিশ্ব গেমস,বিশ্ব চ্যাম্পিয়নশিপ, বিশ্বকাপ ফাইনাল, এশিয়ান গেমস এবং এশিয়ান চ্যাম্পিয়নশিপেও পদক জিতেছেন। তবে ব্যক্তিগত বিভাগে ১৪১-১৪৩ ফলে হেরে ছিটকে যেতে হয়েছিল অভিষেক বর্মাকে। যদিও এর আগে ব্যক্তিগত বিভাগে তিনি বিশ্ব ক্রমতালিকায় ১ নম্বরে থাকা আমেরিকার মাইক স্কোলেসারকে হারিয়েছিলেন।
For all the latest Sports News Click Here