‘আরে ভাই একে থামা..’ ডন ২-তে শাহরুখের ‘ওভার অ্যাক্টিং’ দেখে কী বলেছিলেন অ্যালি
ডন ২ ছবিতে শাহরুখের অভিনয় নিয়ে মুখ খুললেন ব্রিটিশ-পাক অভিনেতা অ্যালি খান। এই জন্মসূত্রে পাকিস্তানি অভিনেতা একাধিক ছবিতে কাজ করেছেন। যথেষ্ট পরিচিত মুখ তিনি। তাঁকে ডন ২ ছবিতে শাহরুখের সঙ্গে দেখা গিয়েছিল। এই ছবিটি ফারহান আখতার পরিচালনা করেছিলেন। সম্প্রতি একটি পডকাস্ট শোতে অ্যালি কিং খানের সঙ্গে অভিনয় করার অভিজ্ঞতা কেমন সেটা জানালেন। এই প্রসঙ্গেই অভিনেতা জানান যে একটি দৃশ্যে কিং খান নাকি স্ক্রিপ্টের বাইরে গিয়ে রীতিমত ওভারঅ্যাক্টিং করতে শুরু করেছিলেন।
নাদির আলির একটি পডকাস্ট শোতে অ্যালি এই বিষয়ে মুখ খোলেন। সেখানে তিনি বলেন শাহরুখ সেদিন শ্যুটিংয়ে সোজা লন্ডন থেকে এসেছিলেন। লন্ডনে তখন অভিনেতা রাওয়ান ছবির শ্যুটিং করছিলেন। আর সেই কারণেই এই দৃশ্যের যে সংলাপগুলো ছিল সেগুলো থেকে মুখস্থ করে আসতে পারেননি। এর ফলে তিনি স্ক্রিপ্টের বাইরে একাধিক সংলাপ বলতে শুরু করেন।
অ্যালি এই শোতে উর্দু ভাষায় বলেন বিদেশের মতো ভারতেও কল শিট দেওয়া হয় সমস্ত সেটে। এখানে কাস্ট মেম্বারদের একটি করে নম্বর দেওয়া হয়। শাহরুখকে এক নম্বর দেওয়া হয়েছিল। অ্যালি সেই প্রসঙ্গ মনে করে বলেন নভেম্বরের হাঁড় কাঁপানো ঠান্ডায় শ্যুটিং চলছিল। তখনই ওয়াকি টকিতে বেজে ওঠে নম্বর ১ এসে গেছে। কিন্তু তিনি আদতে সেটে নয়, সেই শহরে এসে পৌঁছে ছিলেন।
তিনি আরও জানান যেহেতু তিনি বাদশাহর সঙ্গে শ্যুট করবেন সেহেতু তিনি তাঁর সব সংলাপ মুখস্থ করে এসেছিলেন। কিন্তু শাহরুখ যেহেতু অন্য শ্যুটিংয়ে ব্যস্ত ছিলেন সেহেতু তিনি সেটা পারেননি। শাহরুখ আসেন তাঁর সঙ্গে কোলাকুলি করেন। গোটা টিমের সব হেডরা তাঁর কাছে এসেছিলেন। তখন কিং খান বলেন ঝটপট এই দৃশ্য শ্যুট করে নেওয়া যাক কারণ তাঁর খিদে পেয়েছে। শ্যুটিংয়ের শেষ পর্যায়ে গিয়ে শাহরুখ তাঁর স্ক্রিপ্টে থাকা সংলাপ ছেড়ে অন্য সংলাপ বলতে শুরু করেন। অ্যালির কথায়, ‘শাহরুখ যখন ভুল সংলাপ বলছিলেন আমি দূর থেকে দেখতে পাই ফারহান মাথা নাড়ছেন।’
শ্যুটিং শেষ হওয়ার পর শাহরুখ যখন লাঞ্চে যাচ্ছিলেন তখন নাকি ফারহান তাঁকে আটকেছিলেন। অ্যালির কথায়, ‘ফারহান ওঁকে থামায় এবং বলে শাহরুখ তুমি শেষে যে লাইনগুলো বলে সেগুলো কি আমরা স্ক্রিপ্ট অনুযায়ী করতে পারি? তখন শাহরুখ ওঁকে উত্তর দেন যে আরে ডন কে? শাহরুখ খান আছে তো! দর্শরা শাহরুখকে দেখতে চায় খালি। শান্ত হ। এত চিন্তা করিস না। তখন আমি ফারহানকে বলি, তোর নম্বর ওয়ান তো এখনই এল। এডিট তোর হাতে আছে, ওঁর যা করার করতে দে।’
তিনি জানান লাঞ্চের পর যখন তাঁরা সেটে ফেরেন তখন শাহরুখ তাঁর নতুন লাইনটাই বলেন। অ্যালি নাকি তখন ফারহানকে ইশারা করে বলেছিলেন, ‘আরে ভাই ফারহান এ তো ক..কিরণ করছে। কোন স্কুলে এসেছি আমরা? হয় আমরা ৯০-এর মতো করে শ্যুট করব, নইলে আজকের যুগ অনুযায়ী।’ তিনি আরও জানান ‘আমি আমার সেরা পারফরমেন্স দিতে চেয়েছি। আমরা তো সমান সমান নই। তাই রিহার্সালে হাসলেও, সেটে আমি সেরা অভিনয় করার চেষ্টা করেছি যাতে ওঁর লেভেলের কাছে পৌঁছাতে পারি।’
তবে এত কিছুর পরেও তিনি শাহরুখ খানকে দারুন বুদ্ধিমান মানুষ বলে অ্যাখ্যা দেন। এবং বলেন সমস্ত তারকারাই কোনও না কোনও কারণে তারকা হয়েছেন। শাহরুখও তেমনই তাঁর এই জনপ্রিয়তা, ব্যক্তিত্ব বহু বছর ধরে গড়ে তুলেছেন।
For all the latest entertainment News Click Here