‘আরে ও খুব লাজুক!’, জনকে নিয়ে ওঠা বিতর্কে সরব শাহরুখ, ‘আমাকে ঘুষি মারা…’
২৫ জানুয়ারি মুক্তি পাচ্ছে পাঠান। চার বছর ১ মাস পর বড় পরদায় ফিরছেন শাহরুখ খান। এর আগে রকেট্রি- দ্য নাম্বি এফেক্ট ও ব্রহ্মাস্ত্র-তে কেমিও করলেও, খুব অল্প সময়ের জন্যই এসেছিলেন পরদায়। তবে শাহরুখ-ভক্তদের মনখারাপ শীঘ্রই ঘুচবে। পাঠানে শাহরুখের সঙ্গে দেখা মিলবে দীপিকা পাড়ুকোন আর জন আব্রাহামের।
খবর রয়েছে, জন নাকি বেশ রেগেই আছেন শাহরুখের উপরে। এতটাই যে পাঠান নিয়ে কোনও মন্তব্যই করতে চাইছেন না। এই মর্মে একটা ভিডিয়োও ভাইরাল হয়েছিল। যেখানে পাঠান নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করায় অনুষ্ঠানের মঞ্চ ছেড়ে চলে গিয়েছিলেন জন।
এবার জনের হয়ে আসরে নামলেন খোদ শাহরুখ। তাঁকে বলতে শোনা গেল, ‘আমি মুম্বইতে আসার পর থেকেই জনকে চিনি। সে আমার প্রথম বন্ধুদের একজন। ও আসলে খুব লাজুক। একটু চুপচাপও। যখন ও সিনেমা করছিল তখন আমাদের অনেকবার দেখা হয়েছিল। আমরা অনেকদিন ধরেই একসঙ্গে কাজ করতে চাইতাম। তারপর পাঠান হল। আমি খুব খুশি যে ও এটা করতে রাজি হয়েছিল। আমি এটা ভেবে খুব খুশি ও এমন চরিত্রে কাজ করতে রাজি হয়েছে যেখানে ওকে দেখানো হয়েছে নেতিবাচকভাবে।’ আরও পড়ুন: ‘পাঠান’ নিয়ে শাহরুখের উপর বিরক্ত জন? ইনস্টা স্টোরিতে যা লিখলেন ‘ভিলেন’
শাহরুখ নিজের কথায় আরও যোগ করেন, ‘ও একজন উঁচুদরের অভিনেতা। ওর নিজস্ব ফ্র্যাঞ্চায়েজি আছে, কিছু কুল অ্যাকশন ছবি আছে। কিন্তু তা সত্ত্বেও ও এমন কাজ করতে রাজি হয় যেখানে ওকে দেখানো হবে খারাপ চরিত্র হিসেবে। এটার জন্য নিজের উপর বিশ্বাস থাকা দরকার, বিশেষ করে আমাদের হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি হিসেবে যেখানে হিরোরা নেগেটিভ রোল করে না।’
জনের সঙ্গে অ্যাকশন দৃশ্যের শ্যুট প্রসঙ্গে শাহরুখকে বলতে শোনা গেল, ‘মারামারির দৃশ্যগুলি করার সময় বারবার বলত, ‘আমি তোমাকে মারব না, তুমি জাতীয় সম্পদ’ …ঘুষি মারতেই চাইছিল না! উলটে আমিই বলতাম, ‘না না, তুমি মারতে পারো। আমি কষ্ট পাব না।’ আমি এটা বলতে পারি যে অ্যাকশন দৃশ্যে জন আমাকে অনেক সাহায্য করেছে।’
এর আগে পাঠান প্রসঙ্গে জন নিজের ইনস্টা স্টোরিতে লিখেছিলেন, ‘এত বছর সিনেমার দুনিয়ায় থাকার পর এই মুহূর্তটা আমার কাছে খুব স্পেশ্যাল। তোমরা পাঠানের ট্রেলারে যে পরিমাণ ভালোবাসা দেখিয়েছ তা আমাকে অভিভূত করেছে। এটা অবশ্যই একটা বড় ব্যাপার। আদি (আদিত্য চোপড়া) আমাকে কেরিয়ারের সেরা রোলটা অফার করেছে বরাবরই, আমি অধীরে অপেক্ষা করে আছি কবে তোমরা দেখবে সিদ্ধার্থ আনন্দ আমাকে নিয়ে কেমন সিনেমা বানিয়েছে। আমি পাঠানের ব্যাপারে অনেক কিছু বলতে চাই, তবে ২৫ জানুয়ারি অবধি অপেক্ষা করতেই হবে। চলুন প্রস্তুত হই বড় পরদায় সবচেয়ে বড় বিনোদনের। আরও একবার ধন্যবাদ সবাইকে ট্রেলার নিয়ে এমন প্রতিক্রিয়া দেওয়ার জন্য।’
For all the latest entertainment News Click Here