আরিয়ান মাদক মামলায় ঘুষের তদন্তে পড়বে ইতি? ধীরে ধীরে রেহাই পাচ্ছে শাহরুখ-পুত্র
২০২১ সালের অন্যতম চাঞ্চল্যকর ঘটনা নিসন্দেহে আরিয়ান খান মাদক মামলা। শাহরুখ খানের ২৪ বছরের ছেলেকে ২ অক্টোবর রাতে মুম্বই থেকে গোয়া-গামী এক প্রমোদতরী থেকে হঠাৎই আটক করা হয়। মাঝরাতে ঘটা ওই কাণ্ডে নড়ে বসে গোটা দেশ। দিনটা ছিল শনিবার। তারপর রবিবার গ্রেফতার হন আরিয়ান। নিম্ন আদালত বারবার তাঁর জামিন খারিজ করে দেয়। কিন্তু পরে বম্বে হাইকোর্ট জামিন দেয় আরিয়ানকে। ৩১ অক্টোবর আর্থার রোড জেল থেকে বেরিয়ে মন্নতে ফিরে যান আরিয়ান।
তবে, শাহরুখ-পুত্র জেল থেকে ছাড়া পাওয়ার পরেই এনসিবি (নারকোটিক্স কনট্রোল ব্যুরো)-র সাক্ষী প্রভাকর সেইল দাবি করেন তিনি শাহরুখের তরফে ছেলেকে ছাড়িয়ে আনতে ২৫ কোটির ঘুষ নেওয়ার টেলিফোনিক কথোপকথনের সাক্ষী। যা হয়েছিল কিরণ গোসাভি আর শাহরুখ খানের ম্যানেজার পূজা দাদলানির মধ্যে। তারপর এই নিয়ে তদন্ত করার জন্য একটি বিশেষ টিম গঠন করা হয় মুম্বই পুলিশের তরফ থেকে। তবে সামনে আসা খবর অনুযায়ী, এই অভিযোগের ভিত্তিতে সিটের হাতে কোনও প্রমাণ আসেনি। তাই আপাতত তা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে মুম্বই পুলিশের তরফ থেকে।
সংবাদসংস্থা এএনআই-র টুইট অনুযায়ী, ‘পরবর্তী নির্দেশ না আসা অবধি প্রমোদতরীতে মাদক মামলায় ঘুষ নেওয়া নিয়ে তদন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুম্বই পুলিশ এই কাজের জন্য সিট (স্পেশ্যাল ইনভেস্টিগেশন টিম) গঠন করেছিল, আর তা নিয়ে ২০ জনকে জেরাও করেছে। এখনও অবধি কোনও মামলা নেওয়া হয়নি এই ব্যাপারে, কেননা কোনও অভিযোগও জমা পড়েনি।’
প্রসঙ্গত, এনসিবি কর্তা সমীর ওয়াংখেড়ের ওপর ঘুষ নেওয়ার অভিযোগ ওঠার জন্য আরিয়ানের মামলা তুলে দেওয়া হয় এনসিবি-র সিট টিমের ওপর। সঙ্গে কয়েকদিন আগেই বম্বে হাইকোর্টের তরফে শাহরুখের ছেলেকে রেহাই দেওয়া হয়েছএ সাপ্তাহিক হাজিরা থেকে। এবার থেকে তদন্তের প্রয়োজন পড়লেই এনসিবি ডেকে পাঠাবে আরিয়ানকে। এবং তা জানাতে হবে ৭২ ঘণ্টা আগে!
For all the latest entertainment News Click Here