আরিয়ান বাড়ি ফেরায় সোশ্যাল মিডিয়ায় পোস্ট বোন সুহানার, তাও আবার অনন্যাকে নিয়ে!
২৮ দিন পর শনিবার সকালে বাড়ি ফিরল আরিয়ান খান। মাদক-কাণ্ডে বম্বে হাই কোর্টের তরফ থেকে জামিন মঞ্জুর হয়েছিল বৃহস্পতিবারই। দাদার জামিন পাওয়ার দিনই সোশ্যাল মিডিয়ায় আরিয়ানের ছবি শেয়ার করে, ‘আই লাভ ইউ’ লিখেছিলেন অনন্যা। আর এবার পোস্ট করলেন নিজের বেস্ট ফ্রেন্ড, আরিয়ানের মাদক মামলায় নাম জড়ানো আরেক স্টার কিড অনন্যা পাণ্ডেকে নিয়ে।
অনন্যার জন্মদিন উপলক্ষেই পোস্ট করেন সুহানা। একটি রেস্তোরাঁয় তোলা হয়েছে সেই ছবি। হাতে চপস্টিক নিয়ে ছবির জন্য পোজ দিয়েছেন অনন্যা আর সুহানা। সামনে নানা ধরনের এশিয়ান কুইজিন রাখা আছে।
অনন্যাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন শানায়া কাপুরও। নিজেদের ছোটবেলার দুটি ছবি দিয়ে কোলাজ বানিয়ে শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। অনন্যা, সুহানা আর শানায়া ছোটবেলার বন্ধু। তাঁদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপও আছে ‘চার্লিস এঞ্জেলস’ নামে। যেখানে খোশমেজাজে নিজেদের মধ্যে গল্প করেন তাঁরা।
আরিয়ান মাদক-কাণ্ডে গ্রেফতার হওয়ার পরই এনসিবির র্যাডারে আসেন অনন্যা। আরিয়ান ও তাঁর মধ্যে মাদক নিয়ে হওয়া চ্যাট হাতে পড়ে এনসিবি-র। যেখানে এই দুই স্টার কিড কথা বলেছিলেন গাঁজা নিয়ে। এমনকী, আরিয়ানকে গাঁজা জোগাড় করে দেওয়ার কথাও বলেছিলেন অনন্যা।
তবে তিন দিন এনসিবি-র জেরার মুখে পড়তে হয়েছে তাঁকে। তারপর ওয়ার্ক কমিটমেন্টের খাতিরে লিখিত আবেদন করে এনসিবির থেকে সময় চেয়েছেন অভিনেত্রী। সঙ্গে জানিয়েছেন, সমস্ত কথাই হয়েছে মজার ছলে। মাদকের সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই।
For all the latest entertainment News Click Here