আরিয়ান কাণ্ডের পর ‘অজ্ঞাতবাস’ কাটিয়ে নয়া অবতারে সামনে এলেন শাহরুখ! ভাইরাল হল ছবি
ছেলে আরিয়ান খান মাদক মামলায় গ্রেফতার ও বেল পাওয়ার পর থেকেই পর্দায় কিংবা সোশ্যাল মিডিয়া সব জায়গা থেকেই নিজেকে সরিয়ে নিয়েছিলেন শাহরুখ খান। সেপ্টেম্বরের শেষ থেকে সোশ্যাল মিডিয়া থেকে দূরে রয়েছেন শাহরুখ। টুইটারে তাঁর শেষ পোস্ট ছিল ২৩ সেপ্টেম্বর, ছেলে আরিয়ান খান মাদক মামলায় গ্রেফতার হওয়ার কিছুদিন আগে এই পোস্ট করেছিলেন তিনি। ৩১ অক্টোবর জেল থেকে ছাড়া পায় আরিয়ান। এরপরও অভিনেতা লাইমলাইট থেকে দূরত্ব বজায় রেখেছেন বেশ কিছুদিন ধরে।বিশ্বের নানান প্রান্তে ছড়িয়ে থাকা তাঁর ফ্যানেরা উদ্বিগ্ন হলেও এতদিন তাঁদের ‘দর্শন’ দেননি ‘কিং খান’। তবে শেষপর্যন্ত মিটল সেই অপেক্ষা। হুন্ডাই ইন্ডিয়া সংস্থার একটি ইভেন্টে ডিজিট্যালিভাবে সামনে এলেন শাহরুখ।
বুধবার নিজেদের সংস্থার প্রচারের একঝাঁক ‘নতুন মুখ’ অর্থাৎ নয়া ব্র্যান্ড অ্যাম্বাসেডরদের সামনে এনেছে তারা। সোশ্যাল মিডিয়ায় শাহরুখের ফ্যানের ক্লাবের তরফে পোস্ট করা একটি ছবিতে দেখা যাচ্ছে তাঁদের স্ক্রিনের ওপর থেকে একটি ভিডিয়ো মেসেজে শুভেচ্ছা ও অভিবাদন জানাচ্ছেন ‘কিং খান’ স্বয়ং। সেই ছবিতে বেশ ক্যাজুয়াল অবতারেই ধরা দিয়েছেন ‘বাদশাহ’। গোল গলা টিশার্টের উপর চাপানো জ্যাকেট এবং ব্যাকব্রাশ করে আঁচড়ানো কাঁধ ছাপানো চুল। তবে নেটিজেনদের নজর এড়ায়নি শাহরুখের চওড়া হওয়া চেহারা। জ্যাকেট পরা থাকলেও শাহরুখের চেহারার আয়তন যে বেড়েছে তা দৃশ্যতই স্পষ্ট। তবে এটা স্পষ্ট নয়, বলি-তারকা এই ভিডিয়ো মেসেজ লাইভ ছিল নাকি আগে থেকে প্রি-রেকর্ডেড।
লেখাই বাহুল্য, ঝড়ের গতিতে নেটপাড়ায় ভাইরাল হতে শুরু করেছে এই ছবি। তারকার-অনুরাগীরাও দারুণ খুশি। একজন তো পোস্টের কমেন্টে লিখেই ফেললেন, ‘যাক বাবা, শেষপর্যন্ত স্যারের দর্শন পেলাম’। অন্য আরও একজন লিখেছেন, ‘এবার ওঁকে বড়পর্দায় দেখার অপেক্ষা’।
সম্প্রতি, রজনীকান্ত-এর একটি পোস্টে নাম উল্লেখ ছিল শাহরুখের। সোশ্যাল মিডিয়ায় তাঁর পোস্ট করা একটি নোটে এই দক্ষিণী তারকা তাঁকে জন্মদিনের শুভেচ্ছা পাঠানোর জন্য বেশ কয়েকজন রাজনীতিবিদ এবং সিনেমার তারকাদের নাম দিয়েছেন। তারকাদের মধ্যে তিনি অমিতাভ বচ্চন, শাহরুখ খান, কমল হাসান, ইলায়ারাজা এবং ভারতিরাজার নাম বিশেষ ভাবে উল্লেখ করেছেন।দক্ষিণী সুপারস্টারের জন্মদিনে শাহরুখককে অবশ্য সোশ্যাল মিডিয়ায় কোনও পোস্ট করতে দেখা যায়নি। মনে হচ্ছে তিনি ফোনে সুপারস্টারকে শুভেচ্ছা জানিয়েছেন। শাহরুখকে বরাবরই রজনীকান্তকে নিয়ে নানা সময় প্রশংসা জানাতে দেখা গেছে। চেন্নাই এক্সপ্রেস চলচ্চিত্রের লুঙ্গি ডান্স গানটিও তিনি উৎসর্গ করেছিলেন অভিনেতাকে।
For all the latest entertainment News Click Here