আরিয়ান ইনস্টায় ছবি দিতেই কষে ধমক দিলেন বাবা শাহরুখ, কী লিখলেন বাদশা কমেন্টে?
প্রায় ১ বছর পর ইনস্টাগ্রামে ছবি শেয়ার করেছেন শাহরুখ খান-পুত্র আরিয়ান খান। সোমবার দুই ভাই-বোনের সঙ্গে ছবি দিয়েছেন ইনস্টাগ্রামে। আপাতত সেটা নিয়েই হইচই। মাদক মামলায় নাম জড়ানোর আগে ২০২১ সালের অগস্ট মাসে শেষ ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন আরিয়ান।
তবে সবচেয়ে বেশি যেটা নজর কেড়েছে তা হল আরিয়ানের ছবিতে পাপা শাহরুখের কমেন্ট। ইয়ার্কির ছলে একটু বকাবকি করেছেন বাদশা বড় ছেলেকে। শাহরুখ লিখলেন, ‘কেন আমার কাছে এই ছবিগুলো নেই!!! এখনই আমাকে এগুলো দাও’। বাবার কমেন্টের উত্তরও করেছেন আরিয়ান। লিখেছেন, ‘পরেরবার আবার যখন ছবি পোস্ট করব তখন তোমায় আমি পাঠাব… ওই ধরো আবার কিছু বছর পর!!! হা হা হা।’
দুটো ছবি সোশ্যালে দিয়েছেন আরিয়ান। একটা ছবিতে মাঝে তিনি। এক হাতে জড়িয়ে আছেন সুহানাকে আর অন্য হাতে ভাই আব্রামকে। পরের ছবিটায় শুধু আরিয়ান ও আব্রাম। যদিও এই ছবিতেও সুহানা ছিলেন, তবে বোনকে ক্রপ করে দিয়েছেন তিনি। এটা নিয়ে দাদার কাছে অভিযোগও জানিয়েছেন শীঘ্র বলিউডে পা রাখতে চলা শাহরুখ কন্যা। কমেন্টে লিখেছেন, ‘আমাকে ছবি থেকে বাদ দেওয়ার জন্য ধন্যবাদ।’ আরও পড়ুন: অবিশ্বাস্য! নিজের ও পরিবারের ব্যাপারে এই সিক্রেটগুলো ফাঁস করেছেন অমিতাভ
২০২১ সালে অক্টোবর মাসে মাদক মামলায় জড়ান আরিয়ান। এক গভীর রাতে মুম্বই থেকে গোয়াগামী এক প্রমোদতরী থেকে আটক করা হয় তাঁকে। এরপর তিনি গ্রেফতারও হন। সেই সময় প্রায় ১ মাস হাজতবাস করতে হয়েছিল তাঁকে। যদিও আটক করার সময় মাদক ছিল না তাঁর কাছে। আরিয়ানের বন্ধু আরবাজ মার্চেন্টের থেকে মাদক উদ্ধার করা গিয়েছিল। আরও পড়ুন: শরীরের ‘সেক্সি জিনিস’ দেখানো যাবে না ক্যামেরায়, দুষ্টু কথা শাহিদের! করণের মুখ হাঁ
তবে মে মাসে নারকোটিক্স কনট্রোল ব্যুরো (NCB)র পক্ষ থেকে আরিয়ানকে বেকসুর ঘোষণা করা হয়। তার মাসখানেক বাদে এনডিপিএস কোর্টের থেকে বাজেয়াপ্ত হওয়া পাসপোর্টও ফেরত পান তিনি। শোনা যাচ্ছে খুব শীঘ্রই বোন সুহানার মতো বলিউডে ডেবিউ করবেন তিনি। তবে শাহরুখ বা সুহানার মতো ক্যামেরার সামনে নয়, তাঁর কাজ করার ইচ্ছে ক্যামেরার পিছনে। পরিচালনা শুরু করার ইচ্ছে রয়েছে আরিয়ানের। শোনা যাচ্ছে লেখালিখিও শুরু করে দিয়েছেন। প্রথম প্রোজেক্টের প্রস্তুতি প্রায় শেষ, এবার শুধু কাজ লাইট ক্যামেরা অ্যাকশন বলার পালা।
For all the latest entertainment News Click Here