আরিয়ানের জন্মদিনের পরই সেটে ফিরবেন শাহরুখ, জানালেন ‘পাঠান’ আর ‘অ্যাটলি’র টিমকে!
চলতি মাসের শুরুতেই মাদক মামলায় গ্রেফতার হন আরিয়ান খান। আর তারপর নিজের সব শ্যুট ক্যানসেল করে দিয়েছিলেন শাহরুখ। এমনকী, পাঠান ছবির জন্য বিদেশে যাওয়ার কথা থাকলেও তা বাতিল করেছিলেন। ছেলেকে ছাড়িয়ে আনতেই রাতদিন এক করেছিলেন। শনিবার বেলা ১২টার একটু আগে মন্নতে ফিরেছেন আরিয়ান। আর তাই এবার কাজ শুরু করার ব্যাপারেও সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন বাদশা। যদিও সেটা এখনই নয়। বর্তমানে তাঁর টপ প্রায়োরিটি ছেলে আর পরিবার।
সামনের সপ্তাহেই দীপাবলী। আর ২ নভেম্বর শাহরুখের জন্মদিন। এই দুটো দিনই বিশেষভাবে উদযাপন করেন শাহরুখ। গতবার জন্মদিনের দিন ছিলেন দুবাইতে। আর মন্নতের দিওয়ালি পার্টি তো বেশ জনপ্রিয় তারকাদের মধ্যে। তবে, এবার শোনা যাচ্ছে জন্মদিন আর দিওয়ালি দুটোই ছোট করে উদযাপন করবেন কিং খান। আরিয়ান বিতর্কের কারণে গোটা মাসটাই কেটেছে কোনও রকমে। এমনকী, গৌরীর জন্মদিন এবং শাহরুখ-গৌরীর বিবাহবার্ষিকীতে আরিয়ান ছিলেন আর্থার রোড জেলে।
১৩ নভেম্বর আরিয়ানের জন্মদিন। মনে করা হচ্ছে ছেলের জন্মদিন কাটিয়েই কাজে যোগ দেবেন শাহরুখ। নিউজ ১৮-র এক প্রতিবেদন অনুসারে ইতিমধ্যেই ‘পাঠান’ আর ‘অ্যাটলি’র টিমের সাথে যোগাযোগ করে ফেলেছেন। এই মাসের শেষ থেকে দুটো ছবির কাজই শুরু করে দেবেন বলে জানা যাচ্ছে। ‘পাঠান’র শ্যুটের জন্য স্পেনে যাওয়ার কথা ছিল শাহরুখের। যা ক্যানসেল করা হয়। যদিও শাহরুখকে ছাড়াই চলেছে ‘অ্যাটলি’র কাজ। তবে, আরিয়ান মন্নতে ফেরায় খানিক স্বস্তিতে শাহরুখ। তাই কাজেও ফিরবেন এবার পুরো দমে।
আরিয়ান জামিন পেলেও তাঁর ওপর রয়েছে নানা বাধানিষেধ। আপাতত আরিয়ানকে পাসপোর্ট জমা রাখতে হবে বিশেষ NDPS আদালতের কাছে। অনুমতি ছাড়া দেশ ছাড়তে পারবেন না তিনি। সঙ্গে প্রতি শুক্রবার তাঁকে হাজিরা দিতে হবে NCB -র মুম্বই অফিসে। মাদক মামলায় ধৃত কারও সাথে যোগাযোগ রাখতে পারবেন না, এমনকী মামলা নিয়ে কোনও গনমাধ্যম বা সোশ্যাল মিডিয়ায় নিজের বক্তব্য পেশ করতে পারবেন না শাহরুখ-পুত্র।
For all the latest entertainment News Click Here